সামান্য লাভের জন্য কক্ষনও কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে যাবেন ৮১

সামান্য লাভের জন্য কক্ষনও কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে যাবেন ৮১

সামান্য লাভের জন্য কক্ষনও কারো সাথে বিশ্বাসঘাতকতা করতে যাবেন না আপনি হয়ত সেই মুহূর্তে লাভবান হবেন কিন্তু আপনি সারা জীবনের জন্য তাকে হারাবেন । বাস্তব জীবনে অনেক বড় কিছু করতে অনেক লোকের সাপোর্ট লাগে , অনেক মানুষের সাহায্য সহযোগিতা লাগে , কিন্তু আপনি যদি নগদ স্বার্থের জন্য মানুষের সাথে পলটি মারতে থাকেন দেখবেন একসময় পুরা দুনিয়া আপনার সাথে পলটি দিছে । কিচ্ছু করার থাকবে না তখন ।
১- এলাকায় ঘুষ খেয়ে বিচার সালিস করা মেম্বার সাহেব নিজেও মাইঙ্কার চিপায় পরে তখন যে লোক গুলো তারে ঘুষ দিয়া বিচার করাইছে তারা কিন্তু পাশে আইসা দারায় না কারন আপনি তাদের থেইকা ঘুষ নিছেন, আর যাদের বিরুদ্ধে রায় দিছেন তারাও আপনাকে খমা করবে না ।
২- নিজের লাভ হবে মনে করে অন্যর লাভজনক বিজনেস বা দোকান দখল করেছেন, আপনি দেখা গেল আগের বাক্তির মত চালাইতে পারলেন না তাতে কি হবে ? —- আপনার বিনিয়োগ সব পানিতে গেল আর যার পাছায় বাস দিয়া বিজনেসটা দখল করেছেন সেও কিন্তু তার সে লসের কথা ভুলে নাই ।
৩- আপনি অনেক চালাক, কৌশলে কথা বলে সবার থেকে স্বার্থ আদায় করতে পারেন , মনে রাইখেন যাদের দিয়া স্বার্থ আদায় করছেন একদিন তারাও সুযোগ পাইলে তাদের খতিটা পুসায়া নিতে আসবে সেইদুন বাথ রুম এ যাইবার সময় পাবেন না , দারায়া প্যান্টের মদ্দধে পানি বারায়া যাইব।
৪- আপনি ভাবছেন ধুর মিয়া টাকা হইলে জীবনে কাওকে লাগবে না , কিচ্ছু লাগবে না ? ভুল আপনি ঘোরের মধ্যে আছেন । পৃথিবীতে আমরা কেউ সয়ং সম্পূর্ণ না । দেশের প্রধান মন্ত্রিও মানুষ ছাড়া কিছু করতে পারে না । প্রধানমন্ত্রির কিন্তু মাসাল্লাহ টাকা পয়সা কম নাই । জেলার পুলিশ সুপার কিন্তু কোথায় কোন প্রয়োজন পরলে তার অধিনস্ত অফিসারদের দারস্ত হন । ৫০০ বিঘা জমির মালিক খেতের ফসল ঘরে তুলতে দিন মজুরদের মুখের দিকে চেয়ে থাকেন ।

আসুন আমরা পলটি মারা বন্ধ করি । সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখি সবাই ভাল থাকি ভাল রাখি । ভালবাসা অবিরাম ।

Join The Discussion

Compare listings

Compare