সারাজীবন টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনটা শেষ ৩৬
বর্তমানে ৯০% লোকই সারাজীবন টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনটা শেষ করে ফেলে।কিন্তুু যখন সে টাকার ধরা পায় তখন তার সে টাকা ব্যবহার করার সময় থাকে না।কেননা সে সারা সময়ই তো টাকার পিছনে শেষ করে ফেলেছে।
কিন্তু ওদের জীবনের বড় কর্তব্যটাই পূরণ করে না।তা হলো ওর পরিবার-সন্তানদের সাথে সময় দেয় না। যা টাকার চেয়েও অধিক মূল্যবান।ফলে সন্তানরা বঞ্চিত হয় মা-বাবার আদর-স্নেহ হতে।
#টাকা_অর্জন_করি_ভালো_কথা,,
#তবে_পাশাপাশি_নিজের_পরিবার_পরিজনদের_কেও_সময়_দেই।।
#ওদেরকে_ভালো_রাখার_জন্যই_তো_টাকা_আয়_করি,
#যদি_ওরাই_ভালো_না_থাকে_তবে_ওই_টাকার_আর_মূল্য_কোথায়?