সুখী হবার সূত্র ৫৬

সুখী হবার সূত্র ৫৬

১।আমার এটা নাই ওটা নাই না ভেবে যা যা আছে তা মনে করা ও তাই নিয়ে সুখে থাকা ।
২। মানুষের এটা আছে ওটা আছে এমন তুলনা না করে নিজের যা আছে তার মধ্য চলতে শেখা ।
৩। আগে নিজেকে সাহায্য করা ও কারো নিকট হতে কোন কিছু আশা না করা ।
৪। অনেক মানুষের সাথে পরিচিত থাকলেই খুব অল্প লোকের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা ।
৫। মানুষের ক্ষতি না করে প্রান খুলে হাসা, নিজেকে সুখী ভাবা ।

লিখেছেন – সুখের ঠিকাদার Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare