সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি ? ১৬০

সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি ? ১৬০

যে মেয়েটা গরম তেলে হাতে পায়ে ফোস্কা ফেলে টেবিল ভরে খাবার সাজিয়ে রাখে l সে মেয়েটাকে এক গাল ভাত খাইয়ে দেওয়াটা কি খুব বাড়াবাড়ি ?

যে মেয়েটা এটো বাসন থালাবাটি গুছিয়ে দিন শেষে আপনার জন্য অপেক্ষা করে l তার জন্য এক বাটি আইসক্রিম অথবা মুঠো ভরে কিছু চকলেট নিয়ে আসাটা কি খুব বাড়াবাড়ি ?

যে মেয়েটা আপনার আশায় ঘরের সেবায় সংসার সাজিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় l কোনো এক অজানা কারণে অভিমানে যদি ওপাশ ফিরে ঘুমায় -তার পিঠের আচল সরিয়ে ছোট্ট একটা চুমু খাওয়াটা কি খুববাড়াবাড়ি ?

শুধু স্বপ্ন দিয়ে জীবন চলেনা আবার স্বপ্ন ছাড়াও জীবন চলেনা l ভিডিও গেমসের মত দ্বিতীয় লাইফ নিয়ে কেউ পৃথিবীতে আসেনা. জীবন একটাই সে ! জীবন ঢেলে সাজাতে হয়……

ভালবাসুন স্ত্রীকে………

স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনার চায়ে ছোট একটি চুমুক দেয়। কারণ, সে নিশ্চিত হতে চায় চা টি আপনার পছন্দ মত হয়েছে কিনা।

স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপনাকে নামাজ পড়তে জোর করে। কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়।

স্ত্রী কে ভালবাসুন -যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।

স্ত্রী কে ভালবাসুন -যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।

স্ত্রী কে ভালবাসুন -যখন সে আপানাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ, সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে । Collected

Join The Discussion

Compare listings

Compare