১। ডোমেইন নেম কেমন হউয়া উচিৎ ?
মনে করুন আপনার ডোমেইন নাম হল tkldfys.com , এখন আপনি খেয়াল করে দেখুন টো ?
১। আপনি নিজে কি আপনার বিজনেসের নাম ঠিক মত উচ্চারন করতা পারছেন ?
২। আপনার বিজনেস নাম কি আপনার মনে থাকবে ?
৩। কাওকে ফোনে কি আপনার বিজনেসের নাম বলতে পারবেন ?
৪। আই নাম সুনে কি আপনার বিজনেস সম্পর্কে কেও কিছু বুঝতে পাচ্ছে ?”
৫। আপনি যে সেবা বা পণ্য দিচ্ছেন সেটা আই নাম দেখে কি বুঝা জাচ্ছে ?
৬। কেউ কি চাইলেও আপনার বিজনেসের নাম মুখস্ত করতে বা মনে রাখতে পারবে ?
উপরে ১-৬ পর্যন্ত করা প্রত্যেকটি প্রস্নের উত্তর হল “ না “
সুতরাং এমন অর্থহীন, উচ্চারনে কঠিন, দুর্বোধ্য ডোমেইন নেম আপনার বিজনেসের জন্য মতেও ভাল হবে না । কিন্তু আপনার বিজনেস দমেইনের নাম যদি হয় delivery.com , নাম সুনেই যে কেউ আন্দাজ করতে পারবে যে এখানে যে কোন পণ্য দেলিভেরি বা সেবা সরবরাহ করা হয় । ব্যাবসার সাথে নাম এর মিল না থাকলে আপনাকে অনেক অনেক টাকা মার্কেটিং এ খরচ করে মানুষকে জানাতে হবে যে আপনার কোম্পানিতে কি কি সেবা পাওয়া যায় । এক্ষেত্রে আপনাকে প্রচুর টাকা খরচ করলে তবেই মানুষ জানতে পারবে আপনার কোম্পানি কি সেবা দিচ্চে।
২।কেই আপনার ব্যাবসার নাম মুখস্ত করে রাখবে না সুতরাং আপনার গ্রাহক ভুল করে অন্য ওয়েব সাইট এ চলে যাবে আপনি ব্যাবসা হারাবেন ।
সুতরাং আপনার বিজনেস ও বিজনেসের ডোমেইন নেম যতটা সম্ভভ সংখিপ্ত, সুন্দর, অরথবহ, উচ্চারনে সহজ, খুব সহজে মনে রাখা যায় এমন হউয়া উচিৎ /
#HowToNamea Domain ?
আপনি যে বিজনেস করতে চান অনুরধ থাকবে শুরুতেই সেসব বিজনেসের ডোমেইন নেম গুলো গুগলে সার্চ দিয়ে দেখে সব রকমের ধারনা নিতে চেষ্টা করবেন । অনেক সময় সামান্য এদিক সেদিক বা পরিবর্তন করে , কিছু যোগ বিয়োগ বা নতুন কোন শব্দ তৈরি করেও পছন্দ মত ডোমেইন খুজে পেতে পারেন । কোম্পানি বা ডোমেইন এর নাম ঠিক করতে যে বিষয় গুলো খেয়াল করা যেতে পারে……
কেমন হতে হবে ?
১। ব্যাবসার সাথে যাতে নাম এর মিল থাকে ।
মানুষকে জানাতে হবে যে আপনার কোম্পানিতে কি কি সেবা পাওয়া যায় । যেমন আপনি যদি BdDelivery নামে একটা কফি শপ, বা পার্লার দেন তবে নামতির সাথে বিজনেসটা বড্ড বেশি বেমানান হয় । কিন্তু আপনি যদি ওই কোম্পানি দিয়ে ডেলিভেরি, কার্গো সার্ভিস, কুরিয়ার সার্ভিস অথবা কোন সেবা বা পণ্য হোম ডেলিভেরি করেন তবে সেটা অনেক বেশি মানান সই ।
২। খুব ছোট নাম হতে হবে ।
আপনি হয়ত ভাবছেন একটা অনলাইন শপ দেবেন যেখানে সব ধরনের ভাল কাপর বিক্রি হবে । আপনি নাম খুজতে থাকলেন যেমন –shopeverygoodonlin.com, allclothesshop.com , shopanycloths.com , Shopaex.com এই নামগুলর মধ্য কোন নামতি খুব সহজে বা কম চেষ্টায় আপনি মনে রাখতে পারবেন ? আপনি eখুব সহজে যে নামতি মনে রাখতে পারবেন সেটা হল Shopaex.com কারন এখানে শুধু Shop এবং aex মনে রাখলেই হয়ে যাচ্ছে কিন্তু উপরের নাম গুলতে ৩ টি করে বিষয় মনে রাখতে হবে যা অত্তান্ত কস্তকর ও কনফিউজিং ।
৩। অর্থবহ হতে হবে ।
ব্যাবসার সাথে নাম এর মিল না থাকলে আপনাকে অনেক অনেক টাকা মার্কেটিং এ খরচ করে মানুষকে জানাতে হবে যে আপনার কোম্পানিতে কি কি সেবা পাওয়া যায় । যেমন Delivery.com এবং ohyeaxyz.com, এই ২ টি ডোমেইন নামের মধ্য, ১ম টার নাম শুনেই বলতে পারবেন যে এখানে পণ্য বা সেবা কেনা কাটা এবং সেটা ডেলিভেরি করা যায়, অর্থাৎ এটা হোম ডেলিভেরি বা কুরিয়ার কোম্পানি । ২য় টির নাম শূনে কিচ্ছু বোঝার উপায় নেই । অর্থহীন নাম মানুষ খুব অপচন্দ করে ো মনে রাখতে পারে না । আজন্নই অনেক ইংরেজ দারসনিক ও বিজ্ঞানির নাম মানুষ মনে রাখতে চায় না বা মনে রাখতে পারে না ।
৪। এক শব্দের হতে হবে –
এক শব্দের ডোমেইন নাম খুজে পাওয়া আজকাল ভাগ্যের বেপার । এক শব্দের নাম ব্র্যান্ডইং থেকে শুরু করে মার্কেটিং ও প্রচার করতে খুব সহজ ও কম খরচে বেশি সারা পাওয়া যায় । আজন্ন সব সময় চেষ্টা করবেন । আপনি বিসসের সেরা কোম্পানি গুলোর নাম দেখেন – apple.com uber.com , Toyota.com, sex.com এই নাম গুলো খুব ছোট , এক শব্দের তাই মনে রাখা খুব সহজ । আইজন্নেই আমি আমার রিয়েল এস্টেট কোম্পানির নাম দিয়েছি bhaban.com (ভবন) ।
কেমন হউয়া যাবে না ?
১। কঠিন ও দুর্বোধ্য বানা হউয়া যাবে না ।
কিছু বানান মনে রাখা কঠিন, কিছু শব্দ আছে যেসব বানান করা খুব কঠিন । কোন অবস্থাতেই এমন শব্দ নিরবাচন করা যাবে না । উদাহরন হিসেবে কিছু ঔষধ, কিছু প্রানির বৈজ্ঞানিক নাম, কিছু অসুখের নাম যেমন Diarrhoea.com এমন নামের ডোমেইন কিনতে যাবেন না ।
২। সংজুক্ত বা পাশা পাশী যাতে একই বর্ণ ২/৩ টি না থাকে ।
বানান সব সময় কঠিন একটি জিনিস, আমরা কেউই ১০০% নিরভুল বা সঠিক বানান লিখতে পারি না । এর আপনি যদি এমন নাম ঠিক করেন যার মধ্য একই বরন ২ বা ততোধিক বার থাকে তবে সি বানান লিখতে ভুল হবা সম্ভাবনা খুব বেশি । তাই আপনাকে খেয়াল করতে হবে আপনার ডোমেইন নেমের মধ্য যেন কখনই একই বরন পাশাপাশি ২ বা ৩ বার না থাকে । যেমন robi.com লেখা ও মনে রাখা সহজ কিন্তু roobii.com এর বানান মনে রাখা কঠিন ও ভুল হবার সম্ভাবনা অনেক ।
৩। নিজের নাম বা কোন বিশেষ এলাকার নাম ব্যাবহার না করা ।
আপনি যদি boguraDelivery.com ডোমেইন কিনেন সেটা বগুড়ার মানুষের জন্য মনে রাখা সহজ হবার পাসা পাসি বগুড়ার মানুষের কাছে তার আলাদা একটা ভাল্বাসা থাকবে এটা সত্য । কিন্তু এই দমেইনের প্রতি রংপুরের বা ঢাকার লোকের আলাদা মায়া বা তান থাকবে না । নাম সুনেই বলবে এটা বগুড়ার কোম্পানি বা বগুড়ার জন্য লোকাল হয়ত সেবা দেয় এমন । কিন্তু আপনার নামতা যদি হয় Delivery.com তবে সেই নাম প্রথিবির সকল দেশের, সকল শহরের সকল মানুষের নিকট তাদের নিজের মনে হবে । সুতরাং ডোমেইন ঠিক করার সময় মনে রাখবেন সেখানে কোন এলাকার নাম যোগ করবেন না ।
যদি পছন্দের ডোমেইন ফাকা না থাকে ? তখন –
১। নামের আগে কিছু যোগ করে
বেশিরভাগ এক শব্দের ও অর্থবহ ডোমেইন গুলো আপনি কখনই ফাকা পাবেন না । সেই খেত্রে আপনি ২ টি শব্দ এক সাথে করে একটি ডোমেইন তৈরি করতে পারেন । আপনি হয়ত বাংলাদেশে ডেলিভেরি বিজনেস করতে চান কিন্তু খজ নিয়ে দেখলেন delivery.com ফাকা নাই । তখন আপনি চাইলে নামের আগে আরেকটি শব্দ যোগ করে আপনার পছন্দের মত করে নিতে পারেন যেমন usadelivery.com fastdelivery.com 24hrdelivery.com এই ভাবেই আমি বাংলাদেশে অনলাইনে সার্ভিস ও পণ্য ডেলিভেরি দেয়ার জন্য আমি delivery ar আগে BD যোগ করে BDDelivery.com ডোমেইন নিয়ে নেই ।
২। নামের পিছে কিছু যোগ করে –
অনেক সময় নামের আগে কিছু যোগ করার পরেও ডোমেইন পাবেন না তখন আপনি সেই নামের পরে কিছু যোগ করে চেষ্টা করে দেখবেন । যেমন আমি shop.com খুজতে গিয়ে দেখি ফাকা নাই তখন আমি সেই shop এর পিছনে aex যোগ করে দেখি যে shopaex.com ফাকা, আভাবেই আমি shopaex.com কিনে ফেলি ।
৩। দুটি শব্দ যোগ করে –
অনেক সময় আগে পিছে যোগ করেও আপনার পছন্দের ডোমেইন আপনি পাবেন না তখন আপনি , আপনার পছন্দের শব্দ দুটি একসাথে করে আপনার পছন্দ সই ডোমেইন করে নিতে পারেন । যেমন আপনি হয়ত shop.com কিনতে গিয়ে দেখলেন যে সেটা ফাকা নাই তখন আপনি shop এর সাথে online যোগ করে shoponline.com নামে ডোমেইন কিনে নিতে পারেন ।
৪। নতুন শব্দ তৈরি করে –
অনেক সময় সব রকমের চেষ্টা করার পরেও আপনি বেরথ হবেন দেখবেন যে আপনার পছন্দ সই ডোমেইন আপনি পাচ্ছেন না । তখন আপনি ২ টি শব্দ আকত্রে করে সম্পূর্ণ নতুন একটি শব্দ তৈরি করে নিতে পারেন । উদাহরন , আমরা অনলাইনে এক্সপার্ট লেভেলের আইটি সার্ভিস ও সিকিউরিটি মুলক কিছু সেবা দেয়ার জন্য cyber এবং expert এই দুটি শব্দ এক করে cyberexpert.com খুজতেছিলাম । কিন্তু ফাকা পাচ্ছিলাম না । তখন আমি সদ্ধান্ত নেই cyber থেকে cy এবং expert থেকে ext নিয়ে cyext.com গঠন করি এবং দেখি যে এই ডোমেইন ফাকা আছে এবং আমি তখন cyext.com কিনে ফেলি ।