১০। মোবাইল ও কম্পিউটার সারভিসিং অ্যান্ড সেলস
বিনিয়োগ – কমপক্ষে ৫ লাখ থেকে কোটি টাকা ।
কি করে শুরু করবেন ?-
১। কিছু দিন মোবাইল ও কম্পিউটার সার্ভিসিঙের কাজের উপরে ট্রেনিং নেয়ার পরে, কারো দোকানে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
২। খুব ভাল লোকেশনে সম্ভব হলে কর্নারে কোন দোকান নিয়ে শুরু করতে পারেন ।
৩। সার্ভিস সেন্টারের একটা সুন্দর নাম দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাংক আকাউন্ত খুলে ফেলুন ।
৪। শুরুতে খুব অল্প করে মালামাল কিনে বিজনেস শুরু করে দিন ।
৫। হুট করে বেশি বিনিয়োগ করবেন না, আসতে আসতে ১২ মাসে পুরো টাকা বিনিয়োগ করে ফেলুন ।
কেন এই বিজনেস করবেন ? –
১। খুব অল্প বিনিয়োগে এই বিজনেস শুরু করতে পারবেন । ফোন ঘরে ঘরে পৌঁছে গেছে এবং প্রতি ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ ও আইপ্যাড পৌঁছে যাওয়া সময়ের বেপার মাত্র । গ্রাহক দিন দিন হু হু করে বারছে ।
কেন এই বিজনেস করবেন না ?-
এই মুহূর্তে এই বিজনেসের কোন খারাপ দিক খুজে পাওয়া যাচ্ছে না ।
সতর্কতা –
নিজে কাজ করতে না চাইলে বা না পারলে এই বিজনেস শুরু করবেন না ।
ঝুকির পরিমান ?-
ঝুকির পরিমান মাত্র ৫% । প্রায় সবাই এই বিজনেসে ভাল করে । প্রতি ১০ জনে নয় প্রতি ১০০ জন মাত্র ৫ জন এই বিজনেসে বেরথ হয় শুধু মাত্র ভুল প্লেস এ দোকান দেয়া ও অতিরিক্ত দোকান একই এলাকায় হবার কারনে কিছু বিজনেস লস করে থাকে ।