১১  । হোটেল ও রিসোর্ট  বিজনেস ।

১১  । হোটেল ও রিসোর্ট  বিজনেস ।

বিনিয়োগ – ২০ লাখ থেকে কোটি কোটি টাকা ।

কি করে শুরু করবেন ?-

১। একটি সুন্দর নাম নির্বাচন করুন । সেই নামের ডোমেইন কিনে ফেলুন, লোগো রেজিস্টার্ড করে নিন ।

২। ট্রেড লাইসেন্স করে ব্যাংক হিসেব খুলে ফেলুন ।

৩। ভাড়া নিন ওঠোবা নিজেরা  নির্মাণ কাজ শুরু করে দিন সকল ণীয়োম মেণে ।

৪ । প্রচারেই প্রসার খুব করে প্রচার করতে থাকুন ।

এই বিজনেসের কেন শুরু করা উচিৎ  –

19 সালের মধ্যেই রাস্তায় নামতে চলেছে চালকহীন গাড়ি। 2020 সালের মধ্যেই এই একটা আবিষ্কার বদলে দিতে পারে গোটা দুনিয়ার চালচিত্র। আগামীতে গাড়িগুলো হয় ইলেক্ট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী  সৌদি আরবের অর্থনীতি ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে । দুবাই সময় থাকতে ট্যুরিজম বিজনেসের ভিত্তি মজবুত করে ফেলেছে । আমাদের দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমাদের ট্যুরিজম বিজনেসের দিকে নজর দেয়া উচিৎ । নিউ ইয়র্ক, সিডনি, লন্ডন, দুবাই, কোলকাতা এমন সব নামকরা শহর গুলো শুধু ট্যুরিজম থেকেই বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে । আমাদের ঢাকা, কক্সবাজার বছরে কত বিলিয়ন ডলার আয় করছে ? বিশ্ব অর্থনীতিতে পাল্লা দিতে আমাদের সরকার ও বেসরকারি কোম্পানি গুলো কতোটা প্রস্তুত বলে মনে করছেন ?

বাংলাদেশের জিডিপি গত কয়েক দসক যাবত খুব বেরে চলেছে । বিসসের উদিও ম্যান অর্থনীতির দেশের তালিকায় প্রিয় বাংলাদেশ ইতিমধ্যেই নিজের অবস্থান করে নিয়েছে । মানুষের মাথা পিছু আয় দিন দিন বারছে । ঘরে ঘরে টিভি, কম্পিউটার, বিদ্যুৎ, বাইক চলে আসছে । গ্রামের মানুষ ও আজকাল প্রাইভেট কারে চলা ফেরা করছে । গ্রাম গঞ্জের তিনের চাল, তিনের বেরা, মাটির ঘর, ছাউনি ঘরের বদলে প্রতিতা গ্রামে গঞ্জে ইটের বাড়ি আধা পাকা, পাকা বাড়ি দেখা জাচ্ছে । যখন একটা দেশের মানুষের ইনকাম বেরে যায় তখন মানুষ ভ্রম ও অবকাশ যাপনে যেতে চায় । আমাদের দেশে এমন মানুষের সংখ্যা দিন দিন বেরে চলছে ।

আজকাল মানুষ সামান্য অসুস্থ হলেই দেশের বাইরে চিকিৎসা নেয়ার জন্য বাইরে যাচ্ছে, বিমানের বাসের টিকেট বিক্রি বৃদ্ধি পাচ্ছে । আই সেক্টরে প্রচুর সম্ভাবনা আছে । শিতের মৌসুমে আমাদের দেশে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট সহ পর্যটক এত বেশি ভির হয় যে অনেক সময়ি হোটেলে সিট পাওয়া যায় না । তার মানে দিন দিন পরজতকের ভির বারছে । সুতরাং আপনি চাইলেই আই বিজনেস শুরু করতে পারেন ।

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

১। অনেক বেশি বিনিয়োগ লাগে ভূল লোকেশনে বিনিয়োগ করলে আপনার শোমোশটো টাকা জোলে যাবে । সুতরাং শুরু করার আগে ১০ বাড় ভাবূণ । সবচেয়ে ভাল হয় কোন পেশাডাড় কোম্পানির থেকে গবেষণা পড়োটীবেডোণ ণেয়াড় পরে শীড্ডহাণ্ট ণেয়া ।

২। এই বিজনেস কোন দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সরাসরি সম্পর্ক যুক্ত । সুতরাং কোন দেশের অরথনিতি হট খেলে স্বাভাবিক ভাবেই সেই দেশের সকল অরথনিতি খত গ্রস্ত হয় । যেহেতু এটা মানুষের মউলিক চাহিদার মধ্য পরে না সেহেতু অর্থনৈতিক যে কোন খারাপ সংবাদ বা অবস্থায় পরলে এই বিজনেস সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়ে থাকে ।

ঝূকীড় পরিমাণ –

বাংলাদেশের হিসেবে এই বিজনেসে ঝুকির পরিমান আমার হিসেবে ২০% ।  অর্থাৎ প্রতি ১০ টি বিজনেসের মধ্য  ৮ টি বিজনেস টিকে  থাকে  ।

Join The Discussion

Compare listings

Compare