১ ২ । পার্টসের বিজনেস (বাইক, বাস, ট্রাক ও কার , মেসি )
বিনিয়োগ – কমপক্ষে ১০ লাখ থেকে কোটি কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন ।
কি করে শুরু করবেন ?-
১। কিছু দিন ওয়ার্কশপের কাজের উপরে ট্রেনিং নেয়ার পরে, কারো দোকানে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
২। খুব ভাল লোকেশনে সম্ভব হলে কর্নারে কোন দোকান বা ফাকা জায়গা নিয়ে শুরু করতে পারেন ।
৩। একটা সুন্দর নাম দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাংক আকাউন্ত খুলে ফেলুন ।
৪। শুরুতে খুব অল্প করে মালামাল কিনে বিজনেস শুরু করে দিন ।
৫। হুট করে বেশি বিনিয়োগ করবেন না, আসতে আসতে ১২ মাসে পুরো টাকা বিনিয়োগ করে ফেলুন ।
৬। শুধু পার্টস বিক্রি করলে আসে পাসের মেকানিকদের সাথে ভাল সম্পর্ক রাখুন । সম্ভব হলে আপনার পার্টসের দোকানের পাশে কোন একটি মেকানিক রাখুন এতে করে আপনার বিক্রি বেশি হবে ।
৭। অবশই সফটওয়্যার এর মাধ্যমে সকল মালামালের স্টক হিসেব রাখবেন । কাগজ কলমে কোন হিসেব করতে যাবেন না ।
৮। কম লাভে বিক্রি করুন আপনার মার্কেটিং এ কাজে লাগবে কিন্তু কোন মোটেই বাকি বিক্রি করতে যাবেন না ।
কেন এই বিজনেস করবেন ? –
১। দেশের অর্থনীতি দুরবার গতিতে আগিয়ে চলছে সাম্নের দিকে । বাইক এখন প্রায় ঘরে ঘরে বউছে গেছে, কয়েক বছরের মধ্য বাড়ি বাড়ি প্রাইভেট কার ও মাইক্রবাস চলে আসবে । বাস, ট্রাক মেসি এখন প্রায় সকল গ্রামেই চলে আসেছে ।
২। ভাল মেকানিক ও সব রকমের পার্টস রাখতে পারলে এই বিজনেসে আপনি খুব ভাল করতে পারবেন । অনেক দূর দুরান্ত থেকে মানুষ আপনার কাছে পার্টস নিতে আসবে ।
৩। পার্টস পচনশীল কোন পণ্য না । ইদুর সাধারণত লহার পার্টস গুলো কেতে নষ্ট করতে পারে না । সুতরাং খতির পরিমান তুলনা মুলক অনেক কম ।
কেন এই বিজনেস করবেন না ?-
এই মুহূর্তে এই বিজনেসের কোন খারাপ দিক খুজে পাওয়া যাচ্ছে না ।
সতর্কতা –
বিশ্ব রোড ছাড়া লোকাল রোডে কিনবা এলাকায় বেশি গাড়ি নাই এমন কোন গ্রাম গঞ্জে এই বিজনেস করতে চলবে না ।
ঝুকির পরিমান ?-
ঝুকির পরিমান মাত্র ১০ % । প্রায় সবাই এই বিজনেসে ভাল করে । প্রতি ১০ জনে মাত্র ১ জন এই বিজনেসে বেরথ হয় শুধু মাত্র ভুল প্লেস এ দোকান দেয়া ও ভাল মেকানিক না রাখার কারনে ।