১৬ । প্রাইভেট / ইংলিশ মিডিয়াম স্কুল ।

১৬ । প্রাইভেট / ইংলিশ মিডিয়াম স্কুল ।

বিনিয়োগ – এলাকা ভেদে ১০/২০  লাখ টাকা হলে আপনি শুরু করতে পারবেন ।

কি করে এই বিজনেস শুরু করবেন ?

১। একটি সুন্দর নাম, অনুমোদন, ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসেব এসব করে নিতে হবে ।

২। খুব ভাল দেখতে এবং যোগাযোগ খুব সহজ এমন কথাও স্কুল শুরু করতে হবে।  লক্ষ থাকবে খুব বড়োলোক এলাকা এবং বড়লোকদের সন্তান  ।

৩। অবশই খুব অভিজ্ঞ ও ভাল মানের কিছু শিক্ষক থাকতে হবে সম্ভব হলে উদ্দগতাদের মধ্য ২/৪ জন শিক্ষক থাক্ল খুব ভাল হয় ।

৪। অবশই কোন নাম করা স্কুলকে গাইড হিসেবে নিয়ে নিজেদের মত নতুন, সুন্দর, ও সময় উপযোগী সিলেবাস ও বই খাতা কলম পোশাক সরবরাহ করতে হবে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন ?-

১। আমাদের দেশে শিক্ষার পিছনে মানুষ অযাথা অতিরিক্ত টাকা খরচ করতে পছন্দ করে । অনেকে দামি স্কুলে সন্তানদের লেখপরা করানকে প্রেস্টিজ মনে করে সুতরাং এই বিজনেস খুব ভাল চলবে ।

২। অনেক অভিভাবক মনে করে প্রাইভেট স্কুল বা ইংলিশ মিডিয়ামে পরালে বাচ্চাদের ভবিষ্যৎ খুব ভাল তাই  অনেক বেশি টাকা লাগ্লেও অভিভাবক টাকা দিতে প্রস্তুত ।

৫। মাত্র ২/৪ বছর খুব ভাল রেজাল্ট করাতে পারলে ছাত্র ছাত্রির জন্য আর কারো পিছে ঘুরতে হবে না ।

 

সতর্কতা – গ্রামে এবং গরীব এলাকায় ভুলেও এই বিজনেস শুরু করতে যাবেন না – আকদম চলবে না ।

ঝুকির পরিমান –

২০% মাত্র । অনেক হিসেব করে আপনাকে স্কুল খুলতে হবে । শিক্ষক, ছাত্র, লোকেশন, যাতায়াত যে কোন এক জায়গার সমস্যার জন্য প্রতি ১০ টি স্কুলের মধ্য প্রায় ২ টি স্কুল বন্ধ হয়ে যায় ।

Join The Discussion

Compare listings

Compare