১৯ । সাধারন  কাপরের/ জুতা,/ কস্মেতিক্স/ দোকান 

১৯ । সাধারন  কাপরের/ জুতা,/ কস্মেতিক্স/ দোকান

বিনিয়োগ – এলাকা ভেদে ৫  লাখ হতে কোটি টাকাও বিনিয়োগ করতে পারবেন ।

কি করে এই বিজনেস শুরু করবেন ?-

১। লোকাল বাজারে আপনাকে খুব ভাল একটা পজিশন বা জায়গা নিতে হবে সেটা নিতে একেক জায়গায় একেক রকম খরচ হতে পারে ।

২। একটা ট্রেড লাইসেন্স ও ব্যাংক আকাউন্ত করে শুরু করবেন এতে করে হিসেব রাখা ও  ভবিষ্যতে লোণ পেতে সহজ হবে ।

৩। খুব ভাল লোকেশন নিতে হবে, জমজমাট  মার্কেট বা বাজার না হলে শুরু করবেন না ।

 

কেন এই বিজনেস শুরু করবেন ?-

১। এই বিজনেসে আপনার খুব বেশি অভিজ্ঞতা লাগবে না  ৫/৬  মাস কারো  দোকানে কাজ করলে বা কোন পুরাতন বাবসায়ি একটু সাহায্য করলে আপনি এই বিজনেস গুলো শুরু করতে পারবেন ।

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

১। নিজ এলাকায় এই  বিজনেসে বাকি যায়, কোন অবস্থাতেই বাকি দেয়া যাবে না । বাকি দিতে থাকলে বিজনেস করতে পারবেন না । এছাড়া  আপাদত এই বিজনেসের কোন খারাপ দিক খুজে পাওয়া যাছে না ।

ঝুকি ক্মন ?-

এই বিজনেসে ঝুকির পরিমান একেবারেই কম, ধরে নেন ১০ % ।  অর্থাৎ প্রতি ১০জনে মাত্র ১ জন  বাদে যারা এই বিজনেস কষ্ট করে ধরে থাকবে তারা প্রায় সবাই সফল হবে ।

 

Join The Discussion

Compare listings

Compare