১ । স্ট্রিট শপ ( খাবার, ভাজাপরা, জুতা, কাপর, জুস, শরবত, সব্জি/ ডাব/ ফল বিক্রি.)  

১ । স্ট্রিট শপ ( খাবার, ভাজাপরা, জুতা, কাপর, জুস, শরবত, সব্জি/ ডাব/ ফল বিক্রি.)

বিনিয়োগ – ১০/২০  হাজার টাকায় শুরু করতে পারবেন ।

কি করে শুরু করবেন ?

১। কোন কাজে লজ্জা নাই এটা মন প্রানে বিশ্বাস ও কাজকে ভাল্বাস্তে পারলে এবং কঠিন পরিশ্রম করত রাজি থাকলে এই বিজনেসের অর্ধেক আপনার শেখা শেষ ।

২। এলাকা বুঝে এবং আশেপাশের দোকান দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই এলাকায় কি জিনিস নিয়ে বসে থাকলে আপনার বিক্রি হবে ।

৩। মাল কনা, বেচা হিসেব নিকেস থেকে শুরু করে সব কিছু একা নিজেকে করতে হবে তাহলে চুরি হবে না বেতন দিতে হবে না লাভ ভাল হবে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

১। শহরে অনেক সময় এসব বিজনেস করতে অনেক চাঁদা দিতে হয়  এবং এসব থেকে অনেক ঝামেলার ও সৃষ্টি হয় ।

 

সতর্কতা –

১। আপনি যদি অলস ও কাজ করতে লজ্জা পান তবে এইসব বিজনেস আপনার জন্য না ।

ঝুকির পরিমান –

৫% মাত্র ।  ভুল লোকেশনে দোকান দেয়া বেতিত এই বিজনেসে কেউ লস করে না । একটু শিখে নিতে পারলে খুব অল্প বিনিয়োগে খুব কম ঝুকি নিয়া এই বিজনেস করতে পারবেন ।

Join The Discussion

Compare listings

Compare