২৩ ।  পুরাতন জিনিস কেনা বেচার বিজনেস (কাপরর ,বই, জুতা, আসবাবপত্র)  

২৩ ।  পুরাতন জিনিস কেনা বেচার বিজনেস (কাপরর ,বই, জুতা, আসবাবপত্র)

বিনিয়োগ – কমপক্ষে ৫ লাখ থেকে কোটি কোটি বিনিয়োগ করতে পারবেন ।

কি করে শুরু করবেন ?-

১। আগে যে কোন একটি পুরাতন জিনিস কেনা বেচার দোকানে ৩/৪ মাস কাজ করার চেষ্টা করবেন অথবা এই  বিজনেস করে এমন কারো সাথে কিছু দিন চলা ফেরা ও আড্ডা দেয়ার মাধ্যমে কিছু বিজনেস অভিজ্ঞতা অর্জন কোরতে পারলে ভাল হয় ।

২। এলাকা বূঝে আপনাকে আপনাকে শীড্ডহাণ্ট নিতে হোবে আপনার এলাকায় কোন ধরনের জিনিস খুব বেশি আছে বা খুব বেশি কেনা বেচা হোবে বোলে মণে হয় ।

৩। যে কোন ১ টি পণ্য কেনা বেচা শুরু কোরতে পারেন এতে করে খুব ওল্প ডীণেড় মধ্য ঐ ১ টি জীণীশেড় জন্য আপনার দ্রুত  পরিচিয় হবে ।

৪। অবশই একটি সুন্দর ণাম,  টড়েড লাইসেন্স করার পরে ব্যাংক হীশেব খুলে বিজনেস পোড়ীচালোণা করবেন ।

৫। অবশই সব সময় পড়োটীশঠাণে নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন । কোড়মোচাড়ী ডীয়ে সব কিছু হয় না ।

৬। আসতে আসতে বিনিয়োগ করবেন, খুব চাহিদা আছে এমন জিনিস গুলো বেশি কীণবেণ এবং ৬ মাস বা ১২ মাশেড় মধ্য আসতে  সব  টাকা বিনিয়োগ করে ফেল্বেণ ।

৭। পুরাতন জিনিস গুলো শোবশোমোয় একটু মেরামত, ঢোয়া মোছা করার পরে বিক্রি করবেন তাহলে ভাল মুলো পাবেন  ।

৮। মানুষের আয় বেরেছে এক জিনিস বেসিদিন বেভা করতে চায় না তাই দিন দিন পুরাতন জিনিসের মার্কেট দ্রুত বৃদ্ধি পাচ্ছে ।

কেন এই ইজনেস শুরু করবেন না ?

১। আপাদত কোন খারাপ দিক খুজে পাচ্চি না ।

 

সতর্কতা –

১। ভুলেও কখন কর্মচারী বা বিশ্বস্ত কাউক  দিয়ে পুরাতন জিনিস কেনার দায়িত্ব দেবেন  না ।

 

ঝুকি পরিমাণ –

খুবি কম মাত্র ৫% । প্রতি ১০০ বিজনেসের মধ্য মত্র ৫ টি বিজনেস হয়ত খারাপ করে ত্থাকে । কিন্তু বাকি প্রায় ৯৫ টি বিজনেস খুব ভাল করে । সুতরাং আপনি খুসি মনে এই বিজনেস শুরু করতে পারেন ।

Join The Discussion

Compare listings

Compare