২৪ । আইটি ফার্ম  বিজনেস –

২৪ । আইটি ফার্ম  বিজনেস –

বিনিয়োগ – কমপক্ষে ৫ লাখ টাকা লাগবে  ।

কি করে শুরু করবেন ?-

১। আগে নিজে কাজ শিখবেন পরে আরও কয়েকজঙ্কে সাথে নিয়ে আইটি ফার্ম শুরু করবেন ।

কেন এই বিজনেস শুরুর করবেন ?-

১। আমাদের দেশের অনেক  মানুষ অনলাইন বলতে বুঝে ফেসবুক । গুগল, ইউতিউবে যে জগতের কত তথ্য ও সমাধান আছে তা জানে অনেকেই । ২/৪ জন যারা যানে তাদের মধ্য সবাই ঠিক মত সময় দেয় না ফলে অনলাইন সফটওয়ার অ্যাপ এসব সম্পর্কে বেশিরভাগ ভাগ মানুষের যে পরিস্কার ধারনা নাই সেটা আমি নিশ্চিত ।

২। আমাদের দেশের অনেক বিজনেস এখনও পুরাতন আমলের বাবসায়ি দের নিয়ন্ত্রনে যেখানে সফটওয়্যার টো দুরের কথা , সেই কোম্পানির নামে একটা ডোমেইন ও ওয়েবসাইত পর্যন্ত নেই । অনেক বিজনেস আছে কোটি কোটি টাকার অফ্লাইন মার্কেটিং করছে অনলাইনে খবর নাই । এসব কারনে আমি প্রায় ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি য যে আমাদের দেশে সফটওয়্যার এবং বিভিন্ন অ্যাপের ভবিষ্যৎ খুব ভাল  । এই মুহূর্তে  আমাদের দেশের মানুষ সফটঅয়্যার এর ক্ষমতা ব্যাবহার উপকারিতা বা ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি যারা অনুমান করতে পাচ্ছেন না তাদেরকে বলছি –

bkash  প্রতিদিন যে কোন ব্যাংকের চেয়ে অনেক বেশি লেনদেন করে ।
pathao, muv,  প্রতিদিন দেশের যে কোন রেন্টে কারের চেয়ে বেশি আয় করে ।

Bikroy.com এ যে কোন দোকানের চেয়ে বেশি বিক্রি হয় ।

Bhaban.com যে কোন দালালের চেয়ে বেশি রিয়েল এস্টেটের বিক্রি করে ।

Bddelivery.com যে কোন ডেলিভেরি মানের চেয়ে বেশি পণ্য ও সেবা ডেলিভেরি করে ।

৩। পুরান ঢাকার অনেক বাবসায়ি, দেশের অনেক ইটের ভাটা, অনেক কৃষি ফারমের মালিক এখনও কোন অ্যাপ বা সফটওয়্যার ব্যাবহার করে না – তার মানে সুযোগ আছে অনেক । এখনও অনেক বাবসা ও প্রতিস্থানের ওয়েবসাইত নাই – মানে সুযোগ আছে অনেক । পুরা বিশ্ব এখন প্রজুক্তির সুযোগ সুবিধে ভগ করছে । নতুন নতুন সেবা নিয়ে আসছে –জীবন সহজ হচ্ছে ।  আমেরিকার IBM Watson নামে একটি আইনি সফটওয়্যার যে কোন নতুন উকিলের থেকে অনেক ভাল ওকালতি করছে ।   Watson নামের Software মানুষের থেকেও 4 গুন নিখুঁত ভাবে ক্যানসার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। পিছিয়ে নেই বাংলাদেশ ও । আমরাও আগিয়ে যাচ্ছি , আমরা আগিয়ে যাব ,  এখন সময় অওেবসাইট,  অ্যাপ ও  সফটওয়্যার  এর এখন সময় বাংলাদেশের ।

 

এই বিজনেসের খারাপ দিক এবং ঝুকির পরিমান কেমন –

১। খুবা ভাল কাজ জানে এমন লোক সহজে  পাবেন না ।  টাইম মত কাজ না করা, এক সাথে অনেক কাজ নেয়া, দীর্ঘদিন এক ফারমে কাজ না করার কারনে আপনার ক্লায়েন্ট আপনার প্রতি বিরক্ত থাকবে ।

আমার মতে এই বিজনেসে ঝুকির পরিমান ৪০ % । অর্থাৎ  প্রতি ১০ জন দালালের মধ্য মাত্র ৬ টি আইটি ফার্ম সফলতা লাভ করে ।

Join The Discussion

Compare listings

Compare