২৬  ।  কৃষি খামার কৃষি    (আম, লিচু, পেয়ারা, কলা, পেপে, বরই )

২৬  ।  কৃষি খামার কৃষি    (আম, লিচু, পেয়ারা, কলা, পেপে, বরই )

বিনিয়োগ  –কমপক্ষে  ১  লাখ থেকে শুরু করে কোটি কোটি টাকা

কি করে শুরু করবেন ?-

১। অনুরধ করব পারলে কমপক্ষে ৬ মাস বা ১ বছর কোন খামারে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করার পরে এই বিজনেস শুরু করবেন ।

২। একটি সুন্দর নাম, ট্রেড লাইসেন্স, টিন নাম্বার  ও ব্যাংক হিসেব খুলে বিজনেস শুরু করবেন । ব্যাংক হিসেবে লেন্দেন করলে ভবিষ্যতে লোণ পেতে সহজ হবে ।

৩। খুব অল্প করে শুরু করবেন, আসতে আসতে আপনার জমি ও খামারে  বিনিয়োগ বৃদ্ধি  করে আপনার খামার গড়ে তুলবেন ।

৪। আসে পাশে খোলা মেলা, প্রচুর আলোবাতাস আছে এবং  বর্ষায় পানি জমে না  এমন জায়গায় খামার করবেন এবং নিজেদের পানি সাপ্লাই বেবস্থা করবেন ।

৫। শুরুতে নিজে সব কাজ করবেন এবং আসতে আসতে সব সেক্টরে প্রয়োজন মত লোক নিয়োগ দেবেন এবং কাজ বুঝে নেবেন ।

৬। কেনা বেচা ও টাকা পয়সার লেন্দেন গুলো সবসময় নিজে করবেন, এসব খেত্রে চুরি বাটপারি যাতে না হয় সে খেয়াল রাখতে হবে ।

৭। পৃথিবীর আদি বিজনেস হিসেবে কৃষি সবসময় লাভজনক একটি বিজনেস । যুদ্ধ লেগে গেলেও মানুষকে খেটে হবে সুতরাং বিজনেস চলবে উরাধুরা  ।

 

কেন এই বিজনেস শুরু করবেন  ?

১। খুব অল্প বিনিয়োগে নিজের বাসা পাসের কোন পতিত জমিতেও ছোট করে শুরু করতে পারবেন ।

২। নিজে কাজ করে সাবলম্বি ও প্রায় নিশ্চিত মুনাফা করতে পারবেন ।

৩। খাবারের চাহিদা সবসময় থাকে সুতরাং আপনার এই খামার সবসময় চলতে থাকবে ।

৪। অনেক শ্রমিক লাগে নিজে ও পরিবারের আরও অনেকে শ্রম দিয়ে বেকারত্ব দূর করতে পারবে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

নিজে কাজ করতে না পারলে ভুলেও এই বিজনেস শুরু করবেন না । কারন লকে ঠিক মত কাজ করবে না, সব জায়গায় চুরি চেস্রামি করবে । কর্মচারীদের থেকে কাজ আদায় করে নেয়ার জন্য হলেও আপনাকে সব কাজ জানতে হবে , নইলে পুরাই  ধরা ।

 

ঝুকির পরিমান –

এই বিজনেসে ঝুকি একেবারেই কম বলতে গেলে সরবচ্চ ৫ % । মানে প্রায় সবাই সফল হয় মাত্র প্রতি ১০০ জনে ৫ জন লস করে থাকে ।  নিজে কাজ করে না এমন খামার সাধারণত অনেক সময় লস করে থাকে ।

Join The Discussion

Compare listings

Compare