২৮ । কৃষি ট্রেডিং বা  গম/ভুত্তা/সরিসা/ ধান চালের আড়ত

২৮ । কৃষি ট্রেডিং বা  গম/ভুত্তা/সরিসা/ ধান চালের আড়ত

বিনিয়োগ – কমপক্ষে ১০ লাখ থেকে কোটি কোটি  টাকা ।

কি করে এই বিজনেস শুরু করবেন ?-

১। একটি নাম ঠিক করে ট্রেড লাইসেন্স করে নেবেন এবং ব্যাংক আকাউন্ত করে নেবেন ।

২। একটি ধান চাল রাখার  গোডাউন সাথে ধান চাল সুকানের বড় চাতাল লাগবে । অনেকে এসব নিজে করে কেউ কেই ভাড়া নিয়ে করতে পারে ।

৩। অভিজ্ঞতা না থাকলে আগে কিছু দিন কারো আরতে কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর কাজ করার জন্য পরামর্শ দেয়া হল  ।

কেন এই বিজনেস শুরু করবেন ?

১। যুদ্ধের সময়ও মানুষকে খেটে হয় সুতরাং আপনার জিনিসের চাহিদা সবসময় থাকবেই  ।,

২। মাঝে মাঝে ২/১ টাকা লাভ লস যা হয় হবে কিন্তু কখনই আপনার জিনিসের দাম ০ হবে না ।

৩। নগদ টাকায় বিক্রি করতে পারলে আপনি কোনদিন লস খাবেন না ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

১। এই বিজনেসে লাখ লাখ টাকা বাকি দিতে হয় । অনেকে সারা জিবনেও সেই বাকির টাকা তুলতে না পেরে বাবসা বাদ দিয়ে এলাকা ছেরে পালিয়ে বেরাছে ।

২। নিজেকে উপস্থিত থাকতে হয়, অনেক পরিশ্রমের কাজ এবং প্রচুর চুরি বাটপারি হয় এই বিজনেসে ।

 

 

ঝুকির পরিমান কেমন ?-

৫০% , অর্থাৎ প্রায় প্রতি ১০ জন বাবসায়ির মধ্য ৫ জন মানুষ এই বিজনেস করে ধয়া খেয়ে শেষ হয়ে গেছে  আর যারা নিজেরাই অন্য লোকের টাকা বাকি নিয়ে বসে আছে তারা তুলনামূলক ভাল আছে । তবে বেশিরভাগ এই বাবসায়িরা কোটি কোটি টাকা ঋণের মধ্য পরে থাকে ।

Join The Discussion

Compare listings

Compare