২ । ব্লক ইট তৈরির কারখানা –
বিনিয়োগ – ৫০ লাখ থেকে কোটি কোটি টাকা
কি করে এই বিজনেস শুরু করবেন ?-
১। কোন কারখানায় কমপক্ষে ৬ মাস কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকা উচিৎ । কিচ্চু না জেনে ভুলেও শুরু করবেন না ।
২। কারখানার জিনিসপত্র সম্ভব হলে পুরাতন কেনার চেষ্টা করবেন এতে আপনার অনেক টাকা বেচে যাবে । তবে কিছু জিনিস নতুন কেনা যেতে পারে পুরাতন না পাওয়া গেলে ।
৩। একটি নাম, কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসেব খুলে নিতে হবে ।
৪। নিজে সকল কাজ তদারকি করবেন এবং আসতে আসতে সকল ডিপার্টমেন্ট এ লোক নিয়োগ দেবেন । হিসেব পাতি প্রতি দিন না হলেও প্রতি সপ্তাহে অবশই দেখবেন ।
৫। সকল কনা বেচা নিজে করার চেষ্টা করবেন । কেনা বেচায় সবসময় চুরির সুযোগ থাকে ।
কেন এই বিজনেস শুরু করবেন ?-
১। ইহা পরিবেশ বান্ধব, নির্মাণ খরচ অঙ্ক কম তাই সাশ্রয়ী এবং অনেক বেশি টেকসই ।
২। বর্তমানের সকল ইটের ভাটা পরিবেসের জন্য ক্ষতিকর ফলে সেগুলো আসতে আসতে সব সরকার বন্ধ করে দেবে বা দিচ্ছে ।
৩। দিন দিন নির্মাণ কাজে এই ব্লকের ব্যাবহার বৃদ্ধি পাচ্ছে ফলে বিজনেসের সম্ভাবনা অনেক ।
কেন এই বিজনেস শুরু করবেন না ?-
১। এই বিজনেসে প্রচুর শ্রমিক লাগে তাই শ্রমিক না পেলে বিপদে পরবেন, শ্রমিক পাওয়া এবং তাদের ধরে রাখা এবং বেবস্থাপনা করা অবশই ঝামেলার কাজ ।
২। অনেক চুরি বাটপারি হয় । নিজেদের বিশ্বস্ত লোক এবং সারবক্ষনিক মনিটরিং করতে না পারে কাঙ্ক্ষিত মুনাফা আসবে না ।
সতর্কতা –
এই বিজনেসে প্রচুর চুরি হয় এবং অনেক শ্রমিক ঠিক মত কাজ করে না ফলে এই ২ টি বিষয় খুব করে খেয়াল করতে হবে ।
ঝুকির পরিমান –
১০% ঝুকি । প্রতি ১০ টি বিজনেসের মধ্য মাত্র ১ টি কারখানা বন্ধ হয়ে থাকে সেতাও আবার চুরি, দুর্নীতি, মিস্মানেজমেন্ত এর কারনে । ঠিক মত করতে পারলে এইটা একটা হিত বিজনেস ।