২ । সোশ্যাল মিদিয়ার মাধ্যমে সেবা ও পণ্য বিক্রির বিজনেস
বিনিয়োগ – কমপক্ষে ১ লাখে শুরু করতে পারবেন ।
কি করে শুরু করবেন ?
১। আপনার একটি রিয়েল এবং মোটামুটি জনপ্রিয় ফেসবুক আইডি থাকতে হবে ।
২। আপনি যে বিজনেস করতে চান সেই সম্পর্কে আপনাকে প্রচুর যান্তে হবে এবং অনলাইনে লেখা লেখি করতে হবে ।
৩। যে বিজনেস করতে চান সেই বিজনেসের একটি ডোমেইন নেম কিনতে হবে, একটা ফেসবুক ফেজ থাকতে হবে। একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে ।
৪। আপনি নিয়মিত লাইভে আসে আপনার পণ্য বা সেবার সম্পর্কে বলতে থাকবেন শুরুতে একটু কষ্ট হলেও পরবর্তীতে আপনার গ্রাহক বারতে থাকবে ।
৫। অবশই একটি ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসেব খুলে নেবেন । সকল লেন্দেন ব্যাংকের মাধ্যমে করতে চেষ্টা করবেন ।
৬। অনলাইনে যে পন্নই সেল করেন না কেন আপনাকে অবশই সবচেয়ে কম দামে ভাল জিনিস দিতে হবে সুতরাং সরাসরি ফ্যাক্টরি বা উতপাদকের কাছ থেকে আপনাকে কিনতে হবে যাতে কিনতে আপনার দাম অনেক কম পরে ।
কেন এই বিজনেস শুরু করবেন ?-
১। মেয়েদের পোশাক ( সারি, থ্রি পিস, অরনা, হিজাব, প্রসাধনী( মেক আপ, কসমেতিক্স ) এসব জিনিস অনলাইনে বিক্রি করে আজকাল অনেক মেয়ে খুব ভাল টাকা ইনকাম করছে আপনিও করতে পারেন ।
২। মাত্র ১ লাখ টাকা হলেই নিজের বাসায় বসে এই বিজনেস করতে পারবেন যা অত্তান্ত সুবিধেজনক এবং মেয়েদের জন্য খুব নিরাপদ ।
৩। অনলাইনে অনেক মানুষের সাথে পরিচয় ও সুসম্পর্ক হবার কারনে পরবর্তীতে আরও অনেক বড় বিজনেস করার সুযোগ আসার সম্ভাবনা থাকে ।
৪। অহেতুক খরচ, ডেকোরেশন, অফিস ভাড়া এসব না থাকার কারনে বিজনেস পরিচালনা বায় খুব কম হয় এবং বিজনেস ছেরে দিলেও বড় কোন খতির মধ্য পরতে হয় না ।
কেন এই বিজনেস শুরু করবেন না ?-
১। তেমন কোন খারাপ দিক খুজে পাচ্ছি না ।
সতর্কতা
১। সুন্দর ভাবে কথা বলতে ও লিখতে পারা এবং মানুষের নেগেটিভ মন্তব্য সজ্জ করতে না পারলে এই বিজনেস শুরু করবেন না ।
২। অনেকেই একই পণ্য বিক্রি করার চেষ্টা করছে একটু আঙ্কমন পণ্য হতে হবে তাইলে আপনার বিক্রি খুব ভাল হবে ।
ঝুকির পরিমান ?-
মাত্র ১০ % । শুধু মাত্র ভাল্ভাবে কথা বলতে, লিখতে ও যোগাযোগ করতে না পারার কারনে প্রতি ১০জনের মধ্য ১ জন মানুষ এই বিজনেসে লস করে ।