৩ । নির্মাণ সামগ্রির ( রড, সিমেন্ট, টাইলস, ইলেক্ট্রিক, ওয়াতের লাইন, পাম্প, পাইপ )  দোকান

৩ । নির্মাণ সামগ্রির ( রড, সিমেন্ট, টাইলস, ইলেক্ট্রিক, ওয়াতের লাইন, পাম্প, পাইপ )  দোকান

বিনিয়োগ –  কমপক্ষে ৩০ লাখ থেকে কোটি কোটি টাকা

কি করে এই বিজনেস শুরু করবেন ?-

১। একটি ভাল লোকেশনে একটি দোকান, একটি সুন্দর নাম, সাইনবোর্ড, মেম, ট্রেড লাইসেন্স  ক্রার পরে ব্যাংক হিসেব খুলে বিজনেস শুরু করতে পারেন ।

২। রড, সিমেন্ট, টাইলস থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা করে সব কোম্পানির দিলারসিপ নিতে হবে, বিনিয়োগ কম হলে ডিলার থেকে পাইকারি নিয়া শুরু করতে পারেন ।

৩।  রডের অনেক দাম তাই ছাদ পেটা নিরাপদ শক্ত মজবুত দেখে দোকান নেবেন যাতে চুরি ডাকাতি হবার সম্ভাবনা কম  থাকে ।

 

 

 

 

 

৩  । নির্মাণ সামগ্রির ( রড, সিমেন্ট, টাইলস, ইলেক্ট্রিক, পানির  লাইন, পাম্প, পাইপ, বিল্ডিঙের রঙ, থাই গ্লাস, ) পাইকারি ও খুচরা বিক্রির  দোকান  ।

বিনিয়োগ –  কমপক্ষে ৩০ লাখ থেকে কোটি কোটি টাকা

কি করে এই বিজনেস শুরু করবেন ?-

১। একটি ভাল লোকেশনে একটি দোকান, একটি সুন্দর নাম, সাইনবোর্ড, মেম, ট্রেড লাইসেন্স  ক্রার পরে ব্যাংক হিসেব খুলে বিজনেস শুরু করতে পারেন ।

২। রড, সিমেন্ট, টাইলস থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা করে সব কোম্পানির দিলারসিপ নিতে হবে, বিনিয়োগ কম হলে ডিলার থেকে পাইকারি নিয়া শুরু করতে পারেন ।

৩। নিরাপদ শক্ত মজবুত দেখে দোকান নেবেন যাতে চুরি ডাকাতি হবার সম্ভাবনা কম  থাকে ।  …………………।

 

৪  । ব্র্যান্ড সো রুম বা  ডিলারশিপ  ( আসবাবপত্র, টাইলস, ইলেক্ট্রনিক্স, মবাইল-কম্পিউটার )

বিনিয়োগ – কমপক্ষে ১০ লাখ থেকে কোটি কোটি টাকা

কি ভাবে এই বিজনেস শুরু করবেন ?-

১।  প্রথমে ভাল কোন ব্র্যান্ড, যেমন  HATIL, NAVANA, RAK, SAMSUNG এমন কোন ব্রান্ডের সাথ কন্ট্রাক্ট করতে হবে ।

২। খুব ভাল লকেসনে এবং তাদের পরামরসমতে আপনার একটি সো রুম সাজানর পরে, ট্রেড লাইসেন্স করে একটি ব্যাংক হিসেব খুলতে হবে ।

৩। কোম্পানির মালা মাল দিয়ে সো রুম সাজিয়ে বিজনেস শুরু করে দিতে পারবেন  ।

 

কেন এই বিজনেস করবেন ?

১। এইসব ব্র্যান্ড অনেক পুরাতন ও প্রতিষ্ঠিত তাই ঝুকি একেবারেই কম ।

২।  লাভ খুব বেশি না হলেও লসের সম্ভাবনা বেস কম ।

৩। এখন সময় ব্রান্ডের , ব্র্যান্ড শপের কারনে এখন অনেক ছোট নন ব্র্যান্ড বিজনেস গুলো মার খেটে বাধ্য । ব্র্যান্ড শপের কাছে সব নন ব্র্যান্ড হবে বড় অসহায় ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?

১। অনেক টাকা বিনিয়োগ ও অনেক বেশি সেল হলেও লাভ বেস কম হয়ে থাকে ।

 

ঝুকির পরিমান

ঝুকি ২০% অর্থাৎ প্রতি ১০ টি সো রুমের মধ্য প্রায় ৮ টি সো রুম ভাল বিজনেস করে ও থিকে তাকে । যাদের অনেক টাকা আছে এবং ঝুকি নিতে চান না তারা এই বিজনেস করতে পারেন ।

Join The Discussion

Compare listings

Compare