৩ । পার্লার, বডি মেসাজ, হেয়ার সেলুন, বিউটি প্রডাক্ট অ্যান্ড ফ্যাশন ।
বিনিয়োগ – কমপক্ষে ৩ লাখ থেকে ৩০ লাখ টাকা ।
কি করে শুরু করবেন ?-
১। সুন্দর একটি বিজন্স নাম, একটা জায়গা বা দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স ও ব্যাংক আকাউন্ত করতে হবে ।
২। অবশই এসব প্রতিষ্ঠানে কমপক্ষে ৬ মাস থেকে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩। খুব সুন্দর ডেকোরেশন, গ্লাস, আলকজসজ্জা ও দৃষ্টি নন্দন করতে হবে, এসি লাগাতে পারলে খুব ভাল ।
কেন এই বিজনেস শুরু করবেন ?-
১। দেশের অর্থনীতি ও জিডিপি ঊর্ধ্ব মুখি অর্থাৎ মানুষ অনেক টাকার মালিক হচ্ছে আর দেদারছে আরাম, আয়েস, রুপচরচার পিছনে কারি কারি টাকা খরচ করছে । \
২। বিনিয়োগের তুলনায় মুনাফা অনেক বেশি অনেক লাভজনক ।
কেন এই বিজনেস শুরু করবেন না ?-
১। নিজে কাজ না জানলে বা নিজ বিজনেসে উপস্থিত না থাকতে পারলে হাতে হারিকেন পিছনে বাঁশ, সুতরাং আপনি যখনি একটু বাইরে থাকবেন তখনি বিজনেস লস করবে এটা অনেক্তাই এরকম ।
সতর্কতা –
লোক দিয়ে সব কাজ হয় না – নিজেকে কাজ জানতে হবে এবং উপস্থিত থাকতে হবে ।
ঝুকির কেমন ?
ঝুকি মাত্র ১০% মানে খুবি কম । নিজে কাজ না জানা , দোকানে না থাকা এবং ভুল লোকেশনে দোকান দেয়ার কারনে প্রতি ১০ জনের মধ মাত্র ১ টি বিজনেস লক্সান দিয়ে থাকে । আপনি নিজে কাজ জানলে চোখ বন্ধ করে এই বিজনেস শুরু করতে পারেন ।