৫। বিদেশি ব্র্যান্ড শপ/বিলাসি পণ্য  (বিলাসি পণ্য বড়লোকদের জন্য )।

৫। বিদেশি ব্র্যান্ড শপ/বিলাসি পণ্য  (বিলাসি পণ্য বড়লোকদের জন্য )।

 

বিনিয়োগ- কোটি টাকার উপড়ে বিনিয়োগ ।

কি করে শুরু করবেন এই বিজনেস ?-

১। অবশই দেশের সবচেয়ে দামি শহরে, সবচেয়ে বরলদের বসবাস এমন এলাকায় আপনাকে অনেক দাম দিয়ে  একটা হাইফাই সো রুম ভাড়া নিতে হবে ।

২। একটু সুন্দর নাম দিয়ে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসেব খুলে নিতে হবে ।

৩।  পৃথিবীর সব নামকরা ব্রান্ডের ব্যাগ, কাপর, ঘড়ি, বডি স্প্রে, কস্মেতিক্স, জুতা, এক কোথায় সকল দামি ফ্যাশন পণ্য থাকতে হবে ।

৪। দেশি জিনিস বাদ দিতে হবে তাহলে আপনার  শপের ভাল ব্রান্দিং  হবে ।

৫। কোন মোটেই কোন সস্তা ও দেশ পণ্য বিক্রি করতে যাবেন না ।

 

কেন এই বিজনেস শুরু করবেন ?-

১। মানুষের আয় বারছে, দিন দিন মানুষ অনেক বেশি সচেতন এবং খরচ করতে অভভাস্ত হচ্ছে ফলে ভাল জিনিস বেশি দামে কেনার গ্রাহক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আগাম ২০/৩০ বছর এমন চলতেই থাকবে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?

১। অনেক টাকা বিনিয়োগ করতে হয় । খুব ভাল ডেকোরেশন ভাল লোকেশনে পজিশন ও আদ্ভান্সে দেয়া এবং সকল ব্র্যান্ড পণ্য রাআখতে কোটি কোটি টাকার বেপার হয়ে দারায়  ।

২। কঅম টাকায় এই বিজনেস হয় না । অনেক বিনি৯অগ লাগে অনেক সময় বিনিয়োগের  হিসেবে তুলনা মুলক কম প্রফিত ও হতে পারে ।

 

সতর্কতা –

কোন অবস্থাতেই যে কোন শহরে বা গ্রাম গঞ্জে কিন্তু এই বিজনেস দিতে যাবেন না, দিলে পুরাই ধরা খাবেন ।

ঝুকির পরিমাণ –

২০% মাত্র ।  ভুল এলাকায়  সো রুম দিয়ে দেশি বিদেশি কমদামি বসিদামি পণ্য মিলে মিসে পণ্য বিক্রি করার জন্য প্রতি ১০ টি বিলাসি শপের ২ টি বিজনেস লস খেয়ে বন্ধ হয়ে যায়  ।

 

Join The Discussion

Compare listings

Compare