৫ । ক্যাটারিং সার্ভিস / রান্না করা খাবার সাপ্লাই । (অফিসে লান্স সাপ্লাই, কেক, বিস্কিট, মিষ্টি, সিঙ্গারা, পিঠা, রুটি )
বিনিয়োগ – মাত্র ১ লাখ টাকা হলি শুরু করতে পারবেন ।
কি করে শুরু করবেন ?-
১। রান্না করার জন্য প্রয়োজনীয় আসবাব পত্র, হারি পাতিল, চুলা, ও খাবার সরবরাহ করার জন্য বক্স বা প্যাকেট অথবা বড় কোন সিসার পাতিল বা ডেক কিনতে হবে ।
২। সুন্দর একটি নাম ঠিক করে, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাংক হিসেব খুলতে হবে ।
৩। আপনার পরিচিত সকল সকল বেবসায়ি, দোকানদার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আপনার নতুন বিজনেস সম্পর্কে বলতে হবে ।
৪। পরিচিত সকল দোকান, অফিস ও বিজনেস প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে আপনার নতুন বিজনেস সম্পর্কে বলতে হবে এবং ফোন নুম্বার সহ ভিজিটিং কার্ড দিয়ে আসতে হবে ।
কেন এই বিজনেস শুরু করবেন ?-
১। একেবারেই খুব অল্প মূলধন নিয়ে এই বিজনেস আপনি শুরু করতে পারবেন ।
২। নিজের বাসা থেকে এই ব্জনেস পরিচালনা করা যায় ।
৩। খাবারের বিজনেসে লাভ সবসময় একটু বেশি ।
৪। রান্না একটা আর্ট এবং রান্না করে নিজের যোগ্যতা প্রমান করতে পারবেন আবার টাকাও আয় করতে পারবেন ।
কেন এই বিজনেস শুরু করবেন না ?-
১। এই বিজনেসে আপাদত কোন খারাপ দিক খুজে পাচ্চি না ।
সতর্কতা
১। নিজে রান্না না জানলে বা রান্না করতে না পারলে কখনই এই বিজনেস শুরু করা ঠিক হবে ।
২। শুরুতে খুব বেশি গ্রাহক পাওয়া যায় না । গ্রাম গঞ্জে এই বিজনেস শুরু করলেও চলবে না ।
ঝুকির পরিমান –
মাত্র ১০% । এই বিজনেসে প্রায় সবাই ভাল করে । খাবারের মেনু খারাপ ও সুসাদু না হবার জন্য প্রতি ১০ জনে মাত্র ১ জন বেরথ হয় বাকি ৯ জন এই বিজনেসে ভাল করে ।