৬।  পুরাতন বাইক ও কার কেনাবেচা  । 

৬।  পুরাতন বাইক ও কার কেনাবেচা  ।

বিনিয়োগ –  ২০ লাখ থেকে কোটি কোটি টাকা ।

কি করে এই বিজনেস শুরু করবেন ?

১। অবশই আপনার বাইক ও কার সম্পর্কে খুব বেশি ধারনা থাকতে হবে । এজন্য কোন বাইক বা কার ওয়ার্কশপে ২/১ বছর কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে খুব ভাল হয় ।

২। প্রথমে বাইক ও কারের ওয়ার্কশপ দেয়ার পরে আপনাকে পুরাতন বাইক ও কার কেনাবেচার দিকে আসতে আসতে বিনিয়োগ করতে হবে ।

৩। খুব দক্ষ মেকানিক রাখতে হবে সবচেয়ে ভাল হয় নিজে মেকানিক হলে ।

৪। বড় একটা সো রুম, সুন্দর একটি বিজনেস নাম, ট্রেড লাইসেন্স করে নিয়ে ব্যাংক হিসেব খুলে সব লেন্দেন ব্যাংকের মাধ্যমে করতে হবে । এতে আপনার সকল হিসেব ঠিক মত থাকবে এবং পরবর্তীতে ব্যাংক লয়ান পেতে সহজ হবে ।

৫। মানুষের আয় বারছে ঘরে ঘরে বাইক ও কার পুউছে জাচ্ছে আগামিতে এই বিজনেস খুব ভাল চলবে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

আপাদত কোন খারাপ দিক খুজে পাচ্চি না ।

 

সতর্কতা –

১। অবশই পুরাতন গাড়ি সবসময় নিজে কিনবেন এবং নিজে বিজনেসে সময় দিতে না পারলে এই বিজনেস কিন্তু চালাতে পারবেন না সুতরাং সাবধান ।

ঝুকির পরিমান –

ঝুকির পরিমান খুবি কম মাত্র ৫% । শুধু মাত্র নিজে উপস্থিত না থাকা , নিজে কাজ না জানার কারনে ১০০ টি বিজনেসের মধ্য মাত্র ৫ টি বিজনেস ঝরে পরে ।

 

Join The Discussion

Compare listings

Compare