৬ । লন্ড্রি সার্ভিস হোম ডেলিভেরি ।
বিনিয়োগ – এলাকা ভেদে ২ লাখ থেকে ৫০ লাখ ও আপনি বিনিয়োগ করতে পারবেন ।
কি করে শুরু করবেন ?-
১। বিজনেসের জন্য খুব সুন্দর একটি নাম ও ডোমেইন ঠিক করে কিনে নিতে হবে ।
২। জনবহুল এলাকা বা শহরের বাস্ত কোন স্থানে একটি দোকান ভাড়া নিয়ে সাইনবোর্ড ব্যানার লাগিয়ে শুরু করতে হবে ।
৩। একটি ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসেব খুলতে হবে ।
৪। অবশই এই বিজনেস করতে চাইলে আগে কোন লন্ড্রি সপে কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারলে ভাল ।
কেন এই বিজনেস শুরু করবেন ?-
১। খুব অল্প বিনিয়োগ ও অল্প দিনের কাজের অভিজ্ঞতা নিয়েই শুরু করতে পারবেন ।
২। দিন দিন মানুষ অলস হয়ে যাছে, বাসায় কাজ্র বুয়া পাওয়া কস্তকর হছে ফলে মানুষ দিন দিন এই লন্ড্রি সেভার উপর নির্ভরশীল হয়ে পরছে ।
৩। মানুষ দিন দিন খুব বাস্ত হয়ে যাচ্ছে, দেরিতে বিয়ে করছে ফলে মেসের চাকরিজীবী ও সিখাত্রি ছেলেরা অনেক সময় কাপর ধোয়ার সময় পাচ্চে না ফলে লন্ড্রি সেবার চাহিদা বৃদ্ধি পাচ্ছে ।
কেন এই বিজনেস শুরু করবেন না ?-
ভুল লোকেশনে এই বিজনেস শুরু করলে আপনার বাস খাইতে সময় লাগবে না নিশ্চিত বাঁশ ।
সতর্কতা –
১। একজনের কাপর যেন ভুল করে আরেকজনকে না দেয়া হয় । সময় মোট ডেলিভেরি না দিলে এই বিজনেস চালাতে পারবেন না ।
২। গ্রামে এবং লোকজন কম, বেকারত্তের হার বেশি এমন এমন যায়গায় কখনও এই বিজনেস শুরু করবেন না ।
ঝুকির পরিমান –
১০% মাত্র । শুধু ভুল লোকেশন ও গ্রাহক নাই এমন এলাকায় এই বিজনেস শুরু করলে প্রতি ১০ টি বিজনেসের মধ্য ১ টি বিজনেস বাঁশ খাবে কিন্তু বাকি ৯ টি বিজনেস ভাল করবে ।