৭ । আইটি বিজনেস ?
বিনিয়োগ – ১০ লাখ থেকে কোটি কোটি টাকা ।
কেন আইটি বিজনেস শুরু করবেন ?
১। আমাদের দেশের মানুষের লেনদেন অভ্যাস খুব খারাপ । যে বিজনেস গুলোতে পণ্য বা সেবা দেয়ার পরে পেমেন্ট আদায় করতে হয় সেসব বিজনেসের মালিকরা জানে যে মানুষ কত জঘন্য । মজার বিষয় হল আইটি সেক্টরটা হল এমন একটা জায়গা যেখানে পেমেন্ট আগে পরে সেবা বা পণ্য । পেমেন্ট নাই তো সার্ভিস বা পণ্য কোনটাই নাই ।
২। আপনার সাথে গায়ের জোরে কিছু করার নাই, জবর- দখল করারা কিছু নাই । বাংলাদেশে এখনও সবার ঘরে ঘরে ইন্টারনেট পউছেনাই সুতরাং সামনে গ্রাহক বাড়বে আরও বহু গুন সম্ভাবনা অনেক বেশি । আগামীতে দেশের সেরা ২০ কোম্পানিতে জায়গা করে নেবে অনেক আইটি কোম্পানি আমি সে ব্যাপারে নিশ্চিত । আজকে নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ এর টপ ৩০ কোম্পানির মধ্যে ৭ টি আইটি কোম্পানি । বাংলাদেশেও এমন পরিবর্তন আসবে এটা পরিস্কার ।
৩। বিশ্বে এখন ডিজিটালা অনলাইন বা আইটি বিজনেস তামান দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে । আগে একসময় এক দেশের রাজা ক্ষমতা বা সম্পদের জন্য অন্য রাজ্য দখল করত এখন সময় বদলে গেছে কোন দেশ দখল না করে বরং সে দেশের মার্কেট শেয়ার দখল করতে পারলেই বাজিমাত । সারা দুনিয়া মাত করে নিজ নিজ দেশের জন্য কোটি কোটি ডলার আয় করে আনছে । Google, Airbnb, Amazon, Alibaba, Facebook এই সবগুলো কোম্পানি নিউ ইয়র্ক শেয়ার মার্কেটে তালিকাভুক্ত । কিন্তু আমাদের নিজের দেশের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় বিদেশ কেন নিজের দেশেই দেশি কোম্পানিগুলো এক নাম্বার না যা দেশের অর্থনীতিক স্বার্থের জন্য মোটেই সুসংবাদ না । তবে আসার কথা হচ্ছে আমাদের দেশের অনেক উদ্যোক্তাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন নিজেদের ব্র্যান্ডকে বাস্তবায়নের যা অত্যন্ত প্রশংসার দাবিদার । আসা করছি pathao, bdjobs, xotil.com , bddelivery.com , bhaban.com , shebaxyz দেশের মধ্য সেরা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে ।
কেন এই বিজনেস করবেন না ?-
১। কম বিনিয়োগে ঘরে বসেই এটা শুরু করা যায় তাই ইন্টারনেট ভিত্তিক উদ্যোগ অন্য যে কোন উদ্যোগ থেকে তরুণ প্রজন্মের আগ্রহ অনেক বেশি । কিন্তু আসল বেপাড় হল এই সেক্টর অনেক বেশি প্রতিযোগী তাই ঝুঁকির পরিমাণ অনেক বেশি । একটু বলে নেই, ইউনিক আইডিয়া বলে কিছু নাই , আপনার যে কোন আইডিয়া প্রায় কেউ কথাও না কথাও ঠিকি ভাবছে অথবা আপনি কোন আইডিয়া শুরু কর দিলে ২ দিন পড়ে অন্য যে কেউ আপনার চেয়ে বেশি বাজেট নিয়ে আপনাকে কপি করে আপনার সাথে প্রতিযগিতায় নামতে পারে । সুতরাং আইটি বিজনেসকে খুব সহজ ও ঝুকি মুক্ত মনে করার কোন সুযোগ নাই ।
২। আমাদের দেশে বিখ্যাত ও অখ্যাত মিলে মার্কেট প্লেস কমপক্ষে প্রায় ১০০ টি মার্কেট । বর্তমান আমাদের যে মার্কেট সাইজ এখানে ৫-১০ টা সাইট (classified website) চলাই মুশকিল । যারা শুরু করে চালিয়ে যাচ্ছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছেন । আমাদের দেশের বেশীড়ভাগ মানুষ এখনো ইন্টারনেট মানে বুঝে ফেসবুক, এরকম কাঁচা মার্কেটে খুব ভালো করতে হলে অনেক বেশি সময়, বিনিয়োগ প্রয়োজন ।
৩। গ্রামীণ ফনের হাতে কোটি কোটি টাকা থাকার পরেও কিন্তু তাদের ekhanei.com কে তিকিয়ে রাখতে পারেন নি । তবে কি তাদের ডোমেইন নাম বা বিজনেস পলিসিতে ভুল ছিল ? সমস্যাটা কোথায় ছিল ? আরও যারা এখনও টিকে আছে তারা কি অবস্থায় আছে ? তাদের ভবিষ্যৎ কি ? গুগলের মত কোম্পানি তাদের গুগল + বন্ধ করে দিতে বাধ্য হয়েছে । মার্কেটে টিকে থাকা এত সোজা না । ফেসবুকের সাথে প্রতিযোগিতায় তিক্তে পারে নি গুগল প্লাস । প্রতিযোগিতায় প্রথম না হয়েও অনেকে ২য়, ৩য় বা ৫ম হয়েও বিজনেস করে যায় এবং মুনাফা করে । কিন্তু কি এমন হল যে গুগল প্লাস বন্ধই করে দিতে হল ? কারন অবশই আছে কারন কোন বিজনেস পরিচালনার একটা আলাদা খরচ থাকে , যদি সেই খরচের টাকাটাই বিজনেস থেকে না আসে তখন সেই বিজনেস তিকিয়ে রাখা এর সম্ভব হয় না ।
৪। কিছু দিন আগেও এই ডেলিভেরি সেই ডে লিভেরি কোম্পানি দিয়ে ফেসবুক ভরে গয়েছিল এখন সনা জচ্ছে সেগুলর অনেক গুলই এখন অনেক অনলাইন শপের টাকা মেয়ে হাউয়া হয়ে গেছেন তিক্তে পারে নাই । আপনি আমি সাইকেল, বাইকে করে যে সারভিসের চিন্তা করছি সেগুলো যদি এস এ পরিবহন বা সুন্দর বোন শুরু করে দেয় ? কি হবে আপনার সারভিসের ? সুনলাম পাঠাও এই সেক্টরে আগের চেয়ে ভাল করছে সুতরাং আপনাকে তিক্তে হলে এর সাথেও প্রতিজগিতা করতে হবে ।
৫। বর্তমান প্রজন্মের অনেকেই কম টাকায় অল্প সময়ে অনলাইনে আয় করার জন্য ইন্টারনেট ভিত্তিক উদ্যোগ নিতে খুব বেশি আগ্রহি বলে দেখা জাচ্ছে । কিন্তু এই বাচ্চা ছেলে মেয়ে গুলো কি জানে, যে
ইন্টারনেট ভিত্তিক উদ্যোগ অন্য যে কোন উদ্যোগ থেকে হাজার গুন বেশি কঠিন । যারা শুরু করে বছরখানেক চালিয়েছে তারা নিশ্চয়ই ব্যাপারটা ইতিমধ্যেই বুঝতে পাচ্ছেন কিন্তু নতুন্দের কে বুঝাবে ?
ঝুকির পরিমান –
এই বিজনেসে ঝুকি ৯৯% । শুধু মাত্র ইউনিক ও নিজেসস পণ্যর কোম্পানি ছাড়া কেউ টিকতে পারবে না । প্রতি ১০০ জনে হয়ত ১ জন কোনোমত টিকে যেতে পারে । নিজ কাজ না জানলে আপনি পুরাই শেষ ।