৭ ।  ক্লিনিং সার্ভিস ( বাসা, বাথ্রুম, কিচেন, অফিস, ভবনের বাইরের কাচ )

৭ ।  ক্লিনিং সার্ভিস ( বাসা, বাথ্রুম, কিচেন, অফিস, ভবনের বাইরের কাচ )

বিনিয়োগ – মাত্র ১ লাখ টাকা হলেই  শুরু করতে পারবেন ।

কি করে শুরু করবেন ?-

১। সুন্দর একটি নাম ও ডোমেইন কিনে নেবেন,  ট্রেড লাইসেন্স নিয়ে ব্যাংক হিসেব খুলতে হবে ।

২। ফেসবুকে বিজনেসের জন্য একটি পেইজ খুলে নেবেন ।

৩।  পরিস্কার করার জন্য করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, ব্রাস, সাবান, শ্যাম্পু, ভাকুম  ক্লিনার, সহ কঠিন দাগ তলার জন্য সকল প্রকার কেমিকেল কিন্তে হবে ।

৪।  আপনার পরিচিত সকল সকল বেবসায়ি, দোকানদার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আপনার নতুন বিজনেস সম্পর্কে বলতে হবে ।

৫। পরিচিত সকল দোকান, অফিস ও বিজনেস প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে আপনার নতুন বিজনেস সম্পর্কে বলতে হবে এবং ফোন নুম্বার সহ ভিজিটিং কার্ড দিয়ে আসতে হবে ।

কেন এই বিজনেস শুরু করবেন ?-

১। একেবারেই খুব অল্প মূলধন নিয়ে এই বিজনেস আপনি শুরু করতে পারবেন ।

২। নিজের বাসা থেকে এই বিজনেস পরিচালনা করা যায় ।

৩। পরিচালনা বায় খুব কম, শ্রমিকের মুলো দেয়ার পরে অন্যান্য খরচ বাদ দেয়ার পরেও খুব ভাল মুনাফা থাকে ।

৪। মানুষ আজকাল খুব অলস ও আরামপ্রিয় হয়ে যাচ্ছে, বাসায় কাজের লোক পাওয়া যাচ্ছে না ফলে দিন দিন এমন সেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?-

১। এই বিজনেসে আপাদত কোন খারাপ দিক খুজে পাচ্চি না ।

 

সতর্কতা

১। গ্রামে এই বিজনেস কিন্তু চলবে না । নিজে সরাসরি কাজ করতে না পারলে এই বিজনেস আপনি টিকে রাখতে পারবেন না ।

২। কাজের পরে অনেকেই টাকা বাকি রাখে কোন মোটেই টাকা বাকি মেনে নেবেন না । পারলে কেমিকেল, সাবান, শ্যাম্পু কেনা লাগবে  বলে আগেই টাকা নেয়ার চেষ্টা করবেন ।

ঝুকির পরিমান –

মাত্র ৫ % । এই বিজনেসে প্রায় সবাই ভাল করে ।

Join The Discussion

Compare listings

Compare