৮ । ড্রিংকিং ওয়াটার ব্যবসা –
বিনিয়োগ – জমি ছাড়াও কয়েক কোটি টাকা ।
কি করে শুরু করবেন ?-
১। প্রথমে যেসব ডকুমেন্ট লাগবে, BSTI লাইসেন্স (গুনগত সনদ) নবায়নের ক্ষেত্রেঃ
সি এম লাইসেন্স গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কতৃক বি এস টি আই, নিধারিত ফরম পূরণ পূর্বক নিন্মেবনিত কাগজপত্র জমা দিতে হয় ।
ক) হাল নাগাদ ট্রেড লাইসেন্স সত্যায়িত ফটোকপি ।
খ) ট্রেড মার্ক লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি ।
গ) ভ্যাট (vat)সত্যায়িত ফটোকপি।
ঘ) টিন(TIN) সনদের সত্যায়িত ফটোকপি।
ঙ) পণ্য ব্যবহিত মোড়কে/ লেবেল এবং জারের ক্ষেত্রে (স্কিন প্রিন্ট করে) নিন্মেবনিত তথ্যাদি বাংলায় উল্লেখ করতে হবে- (১) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা (২) পণ্যের নাম ও ব্র্যান্ড (৩) ওজন ও পরিমান (৪) ব্যাচ নাম্বার (৫) সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী মিনারেল কম্পোজিশন (৬) উৎপাদনের তারিখ (৭) মেয়াদ উত্তীণের তারিখ (৮) সর্বোচ্চ খুচরা মূল্য (৯) সংশ্লিষ্ট বি ডি এস নাম্বার।
চ) microbiology/chemist – এবং অনান্য লোকবলের তালিকা ও ছবিসহ বায়োডাটা।
ছ ) উৎপাদনের প্রবাহ চিত্র (Flow diagrage) ও উৎপাদনের যন্ত্রপাতির তালিকা ।
জ) ল্যাবরেটরির যন্ত্রপাতির তালিকা
ঝ) ল্যাবরেটরিতে পরিক্ষার জন্য রাসায়নিক পদাথের (Chemical Reagent) তালিকা
(ঞ) সিভিল সার্জন অফিস থেকে প্রিমিসেস লাইসেন্স।
(ট) ওজন মাপের ক্যালিব্রেশন লাইসেন্স (BSTI থেকে নিতে হয়।=১৮,৫০০/= গভঃ ফি )
২। প্রতিটি পণ্যের জন্য দরখাস্ত ফি বাবদ টাঃ ৫০/=নতুন এবং ২৫/= নবায়ন জমা দিতে হবে।
৩। প্রয়োজনীয় কাগজ পত্র সহ দরখাস্ত প্রাপ্তির পর BSTI কতৃক কারখানা পরিদর্শন ফি ১০০০/= এবং ফিল্ড অফিসার পরিদর্শন এর প্রতিবেদন উদ্ধতন এর কাছে প্রনয়ন করবে এবং আপনার কারখানার যেসব সমস্যা থাকবে তা লিখিত ভাবে জানাবে আপনি এক মাসের মধ্যে সমস্যা সামাধান করে প্রতিবেদন জমা দিলে আপনার পানির নমুনা সীল করবে ।
৪। সীলকৃত নমুনা নিধারিত পরিক্ষন ফ্রি সহ পরিক্ষাগারে (BSTI ঢাকা) জমাদান করতে হবে (গভঃ ফি ১৭,৫০০/=)|(বিঃ দ্রঃ ৩ নং ও ৪ নং এর ক্ষেত্রে BSTI অফিসার কে নিজ খরচ এ কারখানায় নিতে হয়, এটা অফিস অনুমদিত)
৫। মাকিং ও লাইসেন্সে ফি।
(ক) মাকিং ফিস বাৎসরিক উৎপাদন মূলের উপর টাঃ ০.১০% হারে ধার্যকরন তবে বাৎসরিক ১০,০০০০/=(১০,০০০*৩=৩০,০০০০/=)
(খ) লাইসেন্স প্রাপ্তির ফি ২০০/= বাৎসরিক ।
৬। বি ডি আস-১৪২০ অনুযায়ী নমুনা পরীক্ষায়
৭। বিডিএস ১৪২০ অনুযায়ী পানির নমুনা পরীক্ষায় অকৃতকায হইলে লাইসেন্স প্রদান প্রত্যাখান করবে।
৮। লাইসেন্স প্রাপ্তির পূর্বে পন্য বাজারজাতকরন নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।
৯। প্রতি ৩ বৎসরান্তে লাইসেন্স নবায়ান করতে হবে ।
১০। কারখানার ফ্লোর টাইলস হতে হবে।
১১। উপরে ছাদ না থাকলে টিন হলে ফলস্লিং হতে হবে।
১২। ছোট বোতল এর ক্ষেত্রে ম্যানুয়াল ফিল্লিং করা যাবে না । জার এর ক্ষেত্রে autofilling হলে ভাল হয় ।
১৩। filling রুম ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব A/c হতে হবে।
১৪। পানি পিওর করার জন্য Raw water এর উপর নিরবর করবে কি কি ফিল্টার ও ক্যামিকাল লাগবে