৯। কম্পিউটার ও আইটি ট্রেনিং সেন্টার । 

৯। কম্পিউটার ও আইটি ট্রেনিং সেন্টার ।

বিনিয়োগ – ৫ লাখ টাকা হলে শুরু করতে পারবেন ।

 

কি করে শুরু করবেন ?-

১।  অবশই আপনার নিজেকে কম্পিউটারের কিছু কাজ নিজেকে খুব ভাল ভাবে জানতে হবে এবং আরও কিছু ভাল ত্রেইনার সাথে থাকলে তবেই শুরু করবেন ।

২। প্রথমে খুব ছোট করে শুরু করবেন এবং নিজে বেশি বেশি ক্লাস নেবেন কাজ করবেন ।

৩। অবশই শহরের কোন  ভাল লোকেশনে ট্রেনিং সেন্টার করবেন, একটা নাম দেবেন, ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসব খুলবেন ।

৪। প্রচুর প্রচারনা চালাবেন মনে রাখবেন প্রচারেই প্রসার  ।

 

কেন এই বিজনেস শুরু করবেন না ?

আপাদত কোন খারাপ দিক খুজে পাচ্চি না ।

সতর্কতা –

১। নিজে কাজ না জানলে ভুলেও এই বিজনেস করতে যাবেন না , আপনি খতির মধ্য পরবেন ।

 

ঝুকির পরিমান –

মাত্র ১০% । ভুল লোকেশন ও ভাল শিক্ষক না  থাকার জন্য প্রতি ১০ টি সেন্টারের মধ্য মাত্র ১ টি প্রতিষ্ঠান টিকে থাকতে বেরথ হয় ।

Join The Discussion

Compare listings

Compare