৯ । তেলের, সিএনজি ও তেলের  পাম্প  বিজনেস ?-

৯ । তেলের, সিএনজি ও তেলের  পাম্প  বিজনেস ?-

বিনিয়োগ – জমি ছাড়া কমপক্ষে ৫০-৯০  লক্ষ টাকা ।

কি করে শুরু করবেন  ?-

১। আপনার নিজেসস জমি থাকতে হবে যার মুখ হবে কমপক্ষে ১২০ ফিত আর  রাস্তা থেকে পিচনে লম্বা লম্বি কমপক্ষে ৮০ ফিট ।

২। জ্বালানি মন্ত্রনালয়, পরিবেশ মন্ত্রনালয়, ডিসি অফিস, ফায়ার ডিপার্টমেন্ট,  লোকাল ভুমি অফিস, ইউনিওন বা পউর সভা থেকে ডিজাইন পাস ও অনুমোদন সব কিছু নেয়া লাগবে ।

৩। পদ্মা, মেঘ্না, যমুনা, থেকে তেলের দিলার শিপ এবং গাসের জন্য কিছু কোম্পানি আছে তাদের থেকে ডিলার শিপ নিতে হবে এবং সিকিউরিটি মানি হিসেবে কয়েক লাখ টাকা জমা দিতে হবে ।

৪। পুরো কাজ সম্পূর্ণ করে শুরু করতে কমপক্ষে ৪ মাস থেকে এক বছর সময় লাগবে ।

কেন এই বিজনেস শুরু করবেন  ?

১। দিন দিন বাইক, কার, মাইক্র, বাস ট্রাক তথা সব রকমের যানবাহনের সংখ্যা ব্রিধি পাচ্ছে । ফলে দিন দিন জ্বালানি পাম্প বা রিফিল স্টেশনের  বিজনেস বাড়তেই আছে ।

২। একটি পাম্প হতে সাধারণত কমপক্ষে ৩০ হাজার থেকে কয়েক লাখ টাকা আয় হতে পারে ।

৩। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ । এবং ফিক্সত খরচ হয়ে গেলে পরে আর তেমন খরচ পরে না ।

 

কেন এই বিজনেস করবেন না ?

১। দিন দিন জ্বালানি সাশ্রয়ী , হাইব্রিড ও ইলেকট্রিক বা বাতারি চালিত   যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে গাড়ি বারলেও সেই অনুপাতে জ্বালানি চাহিদা বারছে না ।

২। এই বিজনেসে বিনিয়োগ অনেক মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা শুধু পরিচালনা বায় থাকে ,  কমপক্ষে ৫০ লাখ টাকা ইনকাম না আসলে এই বিজনেস আপনার জন্য লস প্রজেক্ট হিসেবে দারাবে ।

৩। ভুল লকেসনে পাম্প দিলে প্নি লস খেটে বাধ্য । খুব ভাল লকেসনে জমি পাওয়া খুব সহজ না তাই অনেকেই নিজের যেখানে জমি আছে সেখানেই পাম্প দিয়ে পরে ধরা খায় ।

৪। পাম্পে চুরি  ডাকাতি ছাড়াও আগুন লেগে বিজনেসের বাপক খয় ক্ষতি হতে পারে । রাস্তা উন্নয়নে রাস্তার  পাসের জমি  অনেক  সময় সরকার আকুয়ার করে ফেলে আপনার পাম্প বন্ধ হবার মত পরিস্থিতি হতে পারে ।

৫। পাম্প না চললে অনেক টাকা লস দিয়ে বিক্রি করতে হয়, বিক্রি করতে গেলেও অনেক সময় বছরের পর বছর অপেক্ষা করতে হয় ,  ফলে খুব ভেবে চিন্তা এই বিজনেস শুরু করা উচিৎ । আন্দাজে পাম্প করে কেউ ধরা খাবেন না ।

 

 

 

ঝুকি কত টুকু ?-

এই বিজনেসে ঝুকি ৫০% । অর্থাৎ ১০ টি পাম্পের মধ্য মাত্র ৫ টি পাম্প লাভজনক আর বাকি ৫ টি  পাম্প লস দিয়ে চলে অথবা বিক্রি করে দিয়ে মূলধন ফেরত নেয়ার চেষ্টা করে । বাস্তবে আআম্র দেখা অনেকেই নিজের জমিতে ব্যাংক এ পরে থাকা টাকায় সুদ না খেয়ে এই বিজনেস করে বলে অনেক পাম্প বিনিয়োগ ও রিটার্ন হিসেবে লস জনক হলেও সেগুলো টিকে থাকে ।

Join The Discussion

Compare listings

Compare