-@Jannat Monir ##পুরুষ কখনো নারীকে নির্যাতন করেনা,,, ১০৭
##পুরুষ কখনো নারীকে নির্যাতন করেনা,,,অবহেলাও করেনা,,বরং নারীরাই নারী নির্যাতনের প্রথম কারন,,,😭😭,,,
##আচ্ছা সবাইকে কি মন মতো, সৌন্দর্য নিয়ে জন্মাতে হবে,,,,,?,,আকাশ সমান উচ্চতা নিয়ে জন্মাতে হবে,?,,
#আল্লাহ কাউকে অপার সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে,,,কাউকে করেছে অন্যরকম,,,,,বিধাতার প্রতি আমার কোনো আক্ষেপ নেই,আক্ষেপ তার সৃষ্টি মানুষের প্রতি,,,,,
#ছেলে-মেয়ে সবাইকে সুন্দর হতে হবে,,,আসলে মানুষের মধ্যকার ভেদাভেদ আমরা মানুষেরাই তৈরী করেছি,,,,একটা মেয়ে সুন্দর মানে, নাকি যেকোনো জায়গায় তার কদর বেশি,,লম্বা হলে তো আরে বাবা,,মেয়েটা যেমন সুন্দর তেমন লম্বা,,,
#আর একটা ছেলের ক্ষেএেও ঠিক এমন,,,সে সুন্দর না হলে,,স্মার্ট না হলে বন্ধু মহলে সে আবুল,,হাবলা,,,নামে পরিচিত,,,,,
#কেন বিধাতার মানুষের এত তফাত?,,,কেন এত সুন্দর,-অসুন্দরের পালাক্রম,,,,??
#সেরা সুন্দরী/সুন্দর প্রতিযোগীতা ও হয়,বিশ্বের সব সুন্দর -সুন্দরীদের নিয়ে,,,
#তাহলে কি কুৎসিত মানুষ,,কালো মানুষ,, সর্ট হয়ে জন্ম নেওয়া মানুষগুলোর জন্ম টা ই পাপ,,,,?????
##মানুষ লম্বা হলে নাকি চোখে পড়ার মতো হয়,,তারা সসব জজায়গায় মানুষের আকর্ষন সহজেই পেয়ে যায়,,আর সর্ট মানুষদের এই দিকটা নাকি অন্য কোনো দক্ষতা দিয়ে পূর্ন করতে হয়,, এই কথাটা আমার খুব প্রিয়য় একজন স্যার ও বলে,,কথাটা শুনে নিজের খুব কষ্ট হয়,,কিন্তুু নিজেকে স্বান্তনা দেই,,যোখানে লম্বা -খাটোর তফাতটা আমরা দেই,,সেখানে অন্য কেউ কি করবে😭😭😭😭😭,,,,, আমি খুব বেশি লম্বা নয়,,হয়তো দেখার মতো অতটা সুন্দর ও নয়,,আর হতেও চায়না,,,কিন্তু কথা গুলো খুব কষ্ট দেয় আমাকে,,,তখন নিজেকে নয়,, আরো কতগুলো মানুষের মুখ ভেসে ওঠে আমার সামনে,, যারা প্রায়ই এই কথাগুলোর সম্মুখীন হয়,,,,,,,,,,,
#সুন্দর কিন্তুু আর একটু লম্বা হলে ভালো লাগতো,,,,ছোট মানুষ,এইটুকু মানুষের কাছে কে যাবে,,
#লম্বা মানুষ গুলোই বোধহয় ডাক্তার,, ইন্জিনিয়ার,,উকিল হওয়ার যোগ্যতা নিয়ে জন্মায়,,আর খাটো মানুষ গুলো কথা শোনার জন্য,,,,,,,,,,,
#আমি আমার মতো,,নিজের কাছে খুব খারাপ লাগছিল বলেই লেখা,,,,তবে যতটুকু আছি ততটুকু দিয়ে যদি নিজের যোগ্যতা প্রমান করতে পারি করবো,,,আর যদি খাটো হওয়ার জন্য কিছুই না হয় তবে একজন ভালো মানুষ হব,,,,