Suicide,,,,বিষয়টা খুব হাস্যকর লাগছে আমার কাছে,, ৭৩
কিছুদিন আগেই ভার্সিটির এক বড় ভাই,,,নিজের জীবনের মায়া কাটিয়ে,, পরপারে সামিল হয়েছেন,,,,এবং অনেক বড় ভাই,বড় আপু তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন,,,,
#নিজেরও খুব খারাপ লেগেছিল,,,সামনা- সামনি কখনো দেখিনি তাকে,,শুনেছি Girl Friend ঘটিত বিষয়ে,,জানিনা সত্য কি না,,,যদিও সত্য হয়,,তাহলে খুব দরকার ছিল? সুইসাইড এর? যে কিনা কিছুদিন পরেই হতে পারতো বড় কোনো আইনজীবি। সামান্য একটা মেয়ের জন্য নিজেকে এভাবে শেষ করে দেওয়ার কোনো মানেই ছিলনা😭😭,
#আজ আবার পড়লাম ( মাহি) নামের এক ছেলে সুইসাইড করেছে (রোজা) নামের এক মেয়ের জন্য,,,ছেলেটা Daffodil International Univetsity এর,,কয়েকটা দিন রিলেশনে এতটা আবেগী মানুষ হতে পারে,, সত্যই ভাবার বিষয়।এরা Girl Friend এর সাথে রোমান্টিক পিকচার শেয়ার করতে পারে,,কিন্তু নিজেদের কষ্টের কথা গুলো কাউকে শেয়ার কেন করতে পারেনা?
#জীবনের এতটা দিন পার করে এসে,,,বাবা-মা কে ছেড়ে চলে যেতে হবে একটা মেয়ের জন্য?
# ভালো মানুষই বাসে,,এতটা ভালোবাসার দরকার কি যে ভালোবাসা জীবন কেড়ে নেয়,,রিলেশন মানেই স্বেচ্ছাচারিতা নয়,,,,বানরের গলায় মুক্তার মালা বরাবরই অশোভবনীয়,,,আর যদি মালা পড়ানো হয়েই যায়,,মালার সাথে সাথে নিজের জীবনটা ও দিয়ে দিতে হবে,,,
#সত্যই বাঙ্গালী বড্ড আবেগি,,,যে দেশের মানুষকে এক বড় ছেলে টেলিফ্লিম দেখিয়ে কান্না করানো যায়,,সে দেশের মানুষ যে কেমন বাস্তবী তা বোঝাই যায়,,,,
#ছেলে হয়ে কেন, একটা মেয়ের জন্য সুইসাইড করতে হবে,,অবশ্য একটা জিনিস ভালোই ফোকাস হচ্ছে- এখানে পুরুষেরা পৌরষত্ব দেখায় ধর্ষনে,,,,,,আর সাহস দেখায় সুইসাইডে,,,,
#এতই যদি সবাইকে ছেড়ে চলে যাওয়ার দরকার,,,তাহলে নিজেকে বড় করার কি দরকার ছিল,
# একটা মেয়ে দাম দেয়নি,,বাংলাদেশ কি মেয়েশূণ্য হয়ে গেছে??? মনে হয় তাই,,,না হলে এভাবে জীবনগুলো শেষ হতোনা,,,
# কেন ইচ্ছা করেনা,,অনেক বড় হয়ে,,প্রতিষ্ঠিত হয়ে তার সামনে গিয়ে দাড়াতে,,তার গ্লানি ভরা মুখের উপর কয়েকটা কথা ছুড়ে দিতে,,ইচ্ছা করেনা যোগ্য একজন জীবনসঙ্গী,,আর বাবা- মা কে নিয়ে জীবনটা কাটাতে,,,?
# আর আজকাল মেয়ে গুলোও,,কোন ছেলের DsLr, আছে,কার বাইক আছে,,তার পেছনে গিয়ে লাইন মারে,,
#যাদের Dslr. আর বাইক আছে তাদেরকে বলি- প্রেম করার আগে মাইয়ারে কইবেন যেই মাইয়ার Dslr নাই তার সাথে রিলেশন,, possible না,,কারন মাইয়া নিশ্চয় কাউরে বাশ দিয়া,আপনের কাছে গেছে,,,😜😜
# দয়া করে কেউ ভূল বুঝবেন না,,একটা জিনিস মনে রাখবেন,জীবনের একটা ব্যার্থতা হাজারটা সম্ভাবনার দ্বার খুলে দেয়,,,তাহলে একটু অপেক্ষা করলেই হয়,,
#কে গেছে,, কি পাইনি,,কি হারিয়েছি এটা নিয়ে বসে না থেকে,,সামনে কি হবে এটাই ভাবুন,,,
#আর যাইহোক নিজের জীবন দিতে হবেনা,,,,কারো জন্য নিজেকে বিসর্জন দেওয়ার কোনো প্রশ্নই আাসেনা,,
#বি.দ্র: আমার তেনার Dslr ও নাই,,বাইক ও নাই,,তিনি কিনবে বলেছেন😎😎,,,,,
Likhechen- jannat monir