#Suicide ১৫৩
জানি একটা মানুষ যখন আত্মহত্যা করে, তখন এক পাহাড়সম কষ্ট নিয়ে পুরো বিশ্ব কে সে বিদায় জানায়,,আচ্ছা তাতে লাভ কি হয়,,,কিছু মানুষের সমবেদনা,,,,বাবা-মায়ের সারা জীবনের হাহাকার,,
খুব বেশি খারাপ লাগে যখন শুনি রিলেশনের কারনে কেউ আত্মহত্যা করেছে😭,,,
ব্রেকআপ,,,ঝামেলা এগুলো হবেই,,,প্রিয় মানুষটি হয়তো কোনো কারনে ছেড়ে চলে যাবে,,,কারনে-অকারনে অবহেলা করবে। তাই বলে মরতে হবে?,,,একা থাকা কি খুব কষ্টের,,,? হয়তো কষ্টের,,কিন্তু কিছু সময় একা থাকলে সমস্যা কোথায়,,জানি বৃষ্টিস্নাত রাতে কেউ একজন পাশে থাকলে খারাপ হয়না,, পাশের বান্ধবি যখন সারা রাত ফোন-আলাপে ব্যাস্ত থাকে প্রিয়জনের সাথে,,তখন নিজের ও ইচ্ছা করে,,ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন বলুক,, তোমাকে খুব মিস করছি,,, কিন্তু হয়তো অনেক সময়ে তেমন কেউ থাকেনা,,,তাতে কি হয়েছে?,,আফসোস হলেও ঘুমটা ভালো হবে,,,খুব ইচ্ছা করবে বিভিন্ন দিবসে কেউ সারপ্রাজইড করুক,,,সে নেই তো? মরতে হবে,,,?কষ্ট উপলব্ধি করার মানসিকতা মানুষের ই আছে,,,,কে চলে গেছে,,,কে কথা বলেনি,,কে দেখা করেনি এগুলো ভেবে নিজেকে শেষ করার কোনো মানে নেই,,তাকে ছাড়া বাঁচতে না পারলে,,,সারাজীবনটা তাকে ছাড়া একা কাটিয়ে দেখিয়ে দাও,,,না হলে এমন কিছু কর,,যাতে সে নিজে আফসোস করে তোমার জন্য,,মরে গিয়ে তার সবকিছু গুছিয়ে দেওয়ার কি দরকার?ভালোবাসিনি বললে ভূল হবে,, ভালোবাসব না তা বললে আরো বড় ভূল হবে,,,বাবা-মা আছে,,,তদের কথা মনে পড়েনা একবারও নিজেকে শেষ করার আগে,,,,জানি কষ্ট হয়,,,নিজেকে সামলে রাখলেই হয়,,,সামলে রাখতে না পার,,নিজেকে ব্যাস্ত রাখ,,,
বাবা যখন ফোন করে বলে মিতু জোরে কথা বলবেনা,,গলায় ব্যাথা করবে,,,তখন তো মনে হয় আরো একশ বছর বাবার এই শাসন আার ভালোবাসা টা অনায়সে নিতে পারব,,,,
শুধু এটুকুই বলব সঙ্গী ছাড়া বেঁছে থাকা কি খুব কষ্টকর?যে গেছে তার জন্য নিজেকে শেষ না করে বরং যে আসবে,, তার জন্য নিজেকে তৈরী করাই বুদ্ধিমানের কাজ,,,,,,
বরং পরবর্তী সঙ্গী নিয়ে তার সামনে গিয়ে বলা উচিত,, ভাগ্য ভালো তুমি সময় মতো চলে গিয়েছিলে,,তোমার মতো জন্জাল থাকলে তো আর ভালো কিছু পেতাম না😜😜😜😜😜
I hate suicide,,,
I love myself and My parents
এখন একা আছি,,সময় মতো ঠিক কারো হাতে তুলে দেব,,,,
কিন্তু মরতে পারব না,,,,
লিখেছেন – Jannat Monir
Camera মো আরিফুল ইসলাম আরিফ